বাংলাদেশে প্রথম ‘সার্টিফাইড ব্রডকাস্ট টেকনোলজিস্ট’ হলেন সালাউদ্দিন সেলিম
ব্রডকাস্ট ও ডিজিটাল মিডিয়া খাতে আন্তর্জাতিকভাবে মাইলফলক অর্জন করলেন প্রযুক্তিবিদ সালাউদ্দিন সেলিম। তিনি যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান সোসাইটি অফ ব্রডকাস্ট ইঞ্জিনিয়ার (এসবিই) থেকে সার্টিফাইড ব্রডকাস্ট টেকনোলজিস্ট (সিবিটি) সার্টিফিকেশন অর্জন করে বাংলাদেশের প্রথম ব্যক্তি হিসেবে এই আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছেন।
১৩ ডিসেম্বর তাকে এই সার্টিফিকেট দেয়া হয়। এর আগে চলতি বছরের ১৪ নভেম্বর যুক্তরাষ্ট্রে সিবিটি পরীক্ষায় অংশ নেন সালাউদ্দিন সেলিম। বিশ্বব্যাপী স্বীকৃত এই সার্টিফিকেট অর্জনের জন্য এসবিই কর্তৃক আয়োজিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়।
সালাউদ্দিন সেলিম তার অর্জন সামাজিক যোগাযোগ মাধ্যেম শেয়ার করে লিখেন, 'এসবিই এর সিবিটি বেশ জটিল একটি পরীক্ষা। যেখানে একজন পরীক্ষার্থীকে একাধারে ব্রডকাস্ট টেকনোলজি, নেটওয়ার্কিং, ইলেকট্রনিক্স, ইলেকট্রিকাল, ব্রডকাস্ট পলিসি ও ফেডারেল কমিউনিকেশন কমিশনের নীতিমালাসহ বিভিন্ন বিষয়ে জ্ঞান রাখতে হয়। এই সার্টিফিকেশন পাওয়ার ফলে ব্রডকাস্ট সেক্টরে আন্তর্জাতিকভাবে কাজের সুযোগ সৃষ্টি হবে এবং আমার পরিচয়ের বিভিন্ন মাধ্যম যেমন- ভিজিটিং কার্ড, অনলাইন মাধ্যম, ইমেইল ইত্যাদিতে এসবিই -এর লোগোসহ সার্টিফাইড ব্রডকাস্ট টেকনোলজিস্ট (সিবিটি) উপাধি ব্যবহার করতে পারবো'।
তিনি বলেন, 'এই সার্টিফিকেট শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং বাংলাদেশের ব্রডকাস্ট পেশাজীবীদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে। বিশ্বমানের এই স্বীকৃতি দেশের ব্রডকাস্ট প্রযুক্তিকে আরও শক্ত অবস্থানে নিয়ে যেতে সহায়তা করবে।
সিবিটি হলো যুক্তরাষ্ট্রভিত্তিক পেশাদার সংগঠন সোসাইটি অফ ব্রডকাস্ট ইঞ্জিনিয়ার (এসবিই) -এর একটি টেকনিক্যাল সার্টিফিকেশন, যা বিশ্বজুড়ে ব্রডকাস্ট, মিডিয়া, আইপি-বেজড প্রোডাকশন, ট্রান্সমিশন ও ডিজিটাল মিডিয়া ইন্ডাস্ট্রিতে মূল্যায়িত। এই সার্টিফিকেশন অর্জন দেখায় যে একজন পেশাজীবী আন্তর্জাতিক মান অনুসারে তার জ্ঞান, দক্ষতা ও সক্ষমতা প্রমাণ করতে সক্ষম হয়েছেন।
১৯৬৪ সালে প্রতিষ্ঠিত সোসাইটি অফ ব্রডকাস্ট ইঞ্জিনিয়ার (এসবিই) ২০২৫ সালের ডিসেম্বর মাসে আন্তর্জাতিকভাবে সার্টিফিকেট প্রদান কার্যক্রমের ৫০ বছর পূর্তি উদযাপন করছে। এই সময়ে বিশ্বের হাজারো পেশাজীবী এই সার্টিফিকেশনের মাধ্যমে তাদের ক্যারিয়ারকে আন্তর্জাতিক মানে প্রতিষ্ঠা করেছেন।
প্রসঙ্গত, সালাউদ্দিন সেলিম গত দুই দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের ব্রডকাস্ট ও মাল্টিমিডিয়া প্রযুক্তি উন্নয়নে ভূমিকা রেখে আসছেন। তিনি কাজ করেছেন- ৮টির বেশি টিভি চ্যানেলের ব্রডকাস্ট প্রোজেক্টে, ১০টিরও বেশি মাল্টিমিডিয়া প্রোডাকশন ও প্ল্যাটফর্মে, একটি এফএম রেডিও ব্রডকাস্ট প্রোজেক্টে, ৬টির বেশি আইপি টিভি প্ল্যাটফর্ম নির্মাণে, ৫টিরও বেশি বিশ্ববিদ্যালয়ের ডিজিটাল ট্রান্সফরমেশন প্রোজেক্টে, এছাড়াও অনেক ব্রডকাস্ট, আইপিটিভি, ডেটা-ড্রিভেন মিডিয়া ও মাল্টিমিডিয়া প্রযুক্তি প্রকল্পে কাজ করেছেন।
এছাড়াও তিনি ২০০৭ সালে বাংলাদেশের প্রথম আইপি টিভি এবং আইপি-ভিত্তিক লাইভ ব্রডকাস্ট প্রযুক্তি ডেভেলপ করেছিলেন। পাশাপাশি সালাউদ্দিন সেলিম বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মিডিয়া প্রতিষ্ঠান, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ব্রডকাস্ট, মাল্টিমিডিয়া ও ডিজিটাল মিডিয়ার উপর প্রশিক্ষণ দিয়ে থাকেন।
Comments