নতুন নতুন ফিচার আনল ক্যানভা
ক্যানভা বৃহস্পতিবার তাদের নিজস্ব ডিজাইন মডেল চালু করেছে। নতুন মডেলে ডিজাইন লেয়ার ও ফরম্যাট বুঝে বিভিন্ন ফিচারে কাজ করবে। পাশাপাশি তারা বেশ কিছু নতুন এআই ফিচার, স্প্রেডশিট টুল সংযুক্ত অ্যাপ-বিল্ডার ফিচার ও ডেটা ভিজুয়ালাইজেশন উইজেট তৈরির সুবিধা এনেছে।
নতুন ডিজাইন মডেল
ক্যানভা জানিয়েছে, তাদের নিজস্ব ফাউন্ডেশনাল মডেলটি এখন লেয়ার ও অবজেক্ট আলাদা করে তৈরি করবে। ফলে ব্যবহারকারীরা সহজে ডিজাইন বদলাতে পারবেন। আগে ক্যানভা কেবল ফ্ল্যাট ছবি বানাতো। এটি সোশ্যাল মিডিয়া পোস্ট, প্রেজেন্টেশন, ওয়েবসাইটসহ বিভিন্ন ফরম্যাটে কাজ করবে।
এআই অ্যাসিস্ট্যান্ট
এই চ্যাটস্টাইল এআই এখন পুরো ইন্টারফেসে ব্যবহার করা যাবে। ব্যবহারকারীরা মন্তব্যে '@mention' করে এআই থেকে টেক্সট বা মিডিয়া সাজেশন নিতে পারবেন। এছাড়া এটি এখন থ্রিডি অবজেক্ট তৈরি করতে ও যেকোনো ডিজাইনের আর্ট স্টাইল কপি করতে পারবে।
ডেটা ও অ্যাপ সংযোগ
ক্যানভা এখন তাদের স্প্রেডশিট টুলকে অ্যাপ-বিল্ডারের সঙ্গে যুক্ত করেছে। ফলে ডেটা থেকে সরাসরি উইজেট বা ভিজুয়াল টুল বানানো সম্ভব হবে।
ক্যানভা গ্রো
এটি একটি নতুন এআইচালিত মার্কেটিং প্ল্যাটফর্ম, যেখানে বিজ্ঞাপন তৈরি, বিশ্লেষণ ও সরাসরি প্রকাশ করা যাবে। ক্যানভা এর আগে ম্যাজিকব্রিফ নামে একটি অ্যাড অ্যানালিটিক্স কোম্পানি অধিগ্রহণ করেছিল।
নতুন ফিচার
- এখন ক্যানভাতে ফর্ম তৈরি করা যাবে (গুগল ফর্মের মতো)।
- ইমেইল ডিজাইন ফিচার যোগ হয়েছে, যার সাহায্যে ব্যবহারকারীরা নিজেদের ব্র্যান্ড অনুযায়ী ইমেইল টেমপ্লেট বানাতে পারবেন।
- ক্যানভার পেশাদার ডিজাইন টুল এখন স্থায়ীভাবে ফ্রি করা হয়েছে এবং ক্যানভা প্ল্যাটফর্মের সঙ্গে একীভূত করা হচ্ছে।
টেক ক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয়, ক্যানভা তাদের প্ল্যাটফর্মকে আরও শক্তিশালী, পেশাদার ও এআই সমৃদ্ধ করেছে। যেন ব্যবহারকারীরা কেবল প্রম্পট নয়, সরাসরি নিজের মতো করে সম্পাদনা করতে পারেন।
Comments