মাইক্রোসফটে আসছে নতুন এআই ফিচার
উইন্ডোজ ১১–এর ব্যবহারকারীদের জন্য ফটোস অ্যাপে আসছে এক নতুন সুবিধা। মাইক্রোসফট পরীক্ষামূলকভাবে এমন একটি এআই পরিচালিত ফিচার চালু করেছে, যা ছবি গুছিয়ে রাখার ঝামেলা অনেকটাই কমিয়ে দেবে। এই ফিচার ব্যবহার করে রিসিট, স্ক্রিনশট, পরিচয়পত্র এবং হাতে লেখা নোটের ছবি স্বয়ংক্রিয়ভাবে আলাদা ফোল্ডারে চলে যাবে।
মাইক্রোসফট জানিয়েছে, ছবির ভেতরের লেখা ইংরেজি না হলেও এআই সহজেই চিহ্নিত করতে পারবে। অর্থাৎ, হাঙ্গেরিয়ান পাসপোর্টের ছবিও স্বয়ংক্রিয়ভাবে 'আইডেন্টিটি ডকুমেন্ট' ফোল্ডারে চলে যাবে। এই স্বয়ংক্রিয় ক্যাটাগরি ফোল্ডারগুলো ফটোস অ্যাপের বাম দিকের নেভিগেশন বারে 'ক্যাটাগোরিস' শিরোনামের নিচে দেখা যাবে।
প্রাথমিকভাবে ফটোস অ্যাপ কেবল চার ধরনের ছবি স্ক্রিনশট, রিসিট, পরিচয়পত্র এবং নোট শনাক্ত করতে পারবে। তবে প্রযুক্তিবিদদের মতে, ভবিষ্যতে যদি ব্যবহারকারীরা নিজেরাই নতুন ক্যাটাগরি তৈরি করার সুযোগ পান, তাহলে সুবিধাটি আরও কার্যকর হবে। যেমন কেউ চাইলে পোষা প্রাণীর ছবি বা সমুদ্রসৈকতের ছবি আলাদা ফোল্ডারে রাখতে পারবেন।
কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, আপাতত এটি উইন্ডোজ ১১ ইনসাইডারদের জন্য 'কোপাইলট প্লাস পিসি'তে পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। পরীক্ষায় সফল হলে শিগগিরই সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হবে।
এই এআই ফিচার ছবি খোঁজার ঝামেলা কমাবে এবং ফটো লাইব্রেরি নিজে থেকেই সব সাজিয়ে রাখবে। প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, ব্যবহারকারীদের সময় ও পরিশ্রম বাঁচাতে মাইক্রোসফটের এই পদক্ষেপ দারুণ কাজে দিবে।
সূত্র: দ্য ভার্জ
Comments