জিমেইলে যুক্ত হলো অনলাইনে কেনাকাটার জন্য নতুন ফিচার

অনলাইনে নিয়মিত কেনাকাটা করা ব্যবহারকারীদের জন্য নতুন সুবিধা চালু করেছে জিমেইল। এবার থেকে আলাদা করে রসিদ খোঁজার ঝামেলা ছাড়াই এক ট্যাবেই মিলবে কেনাকাটার সব তথ্য। 'পারচেসেস' নামের নতুন ট্যাব যুক্ত করেছে জিমেইল।
দ্য ভার্চ থেকে জানা যায়, গুগলের ব্লগ বার্তায় জানানো হয়েছে, 'পারচেসেস' নামের নতুন ট্যাবে অনলাইন অর্ডার এবং পণ্য সরবরাহ সংক্রান্ত হালনাগাদ তথ্য একসঙ্গে পাওয়া যাবে। ফলে যাঁরা অনলাইনে নিয়মিত পণ্য কেনেন কিন্তু অসংখ্য ইমেইলের মধ্যে রসিদ বা ডেলিভারির সময় খুঁজে পেতে সমস্যায় পড়েন, তাদের জন্য এটি হবে কার্যকর সমাধান।
নতুন এই ট্যাবের মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই পূর্বের কেনাকাটার তথ্য এবং পণ্য সরবরাহের সম্ভাব্য সময় জানতে পারবেন। এমনকি যে পণ্যগুলো আগামী ২৪ ঘণ্টার মধ্যে পৌঁছাবে, সেগুলোর সারসংক্ষেপ তথ্য প্রাইমারি ইনবক্সের শীর্ষে দেখাবে জিমেইল। বিক্রেতার ইমেইল ও সরবরাহের সর্বশেষ তথ্য 'সামারি কার্ড'-এর মাধ্যমেও সংক্ষেপে দেখা যাবে।
এ ছাড়া জিমেইলের প্রমোশনস বিভাগেও এসেছে নতুনত্ব। এখন ব্যবহারকারীরা নিজেদের পছন্দ অনুযায়ী প্রমোশনাল ইমেইল সাজাতে পারবেন, যাতে প্রিয় ব্র্যান্ড বা প্রেরকের গুরুত্বপূর্ণ অফার দ্রুত খুঁজে পাওয়া যায়। পাশাপাশি 'ন্যাজেস' সুবিধা ব্যবহার করে বিশেষ ছাড় বা নতুন অফারের তথ্য হাইলাইট আকারে চোখে পড়বে। গুগল জানিয়েছে, ধাপে ধাপে বিশ্বব্যাপী সব জিমেইল ব্যবহারকারী নতুন এই ফিচারগুলো উপভোগ করতে পারবেন।
Comments