কারিগরি ত্রুটিতে বন্ধ অনলাইন জিডি

কারিগরি ত্রুটির কারণে অনলাইন জেনারেল ডায়েরি (জিডি) সেবা সাময়িকভাবে বন্ধ রয়েছে। সোমবার (১৮ আগস্ট) রাতে পুলিশ সদর দফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কারিগরি ত্রুটির কারণে অনলাইন জিডি সেবা আপাতত বন্ধ রয়েছে। তবে দ্রুততম সময়ের মধ্যে সেবাটি পুনরায় চালু করা হবে।
এর আগে গত বৃহস্পতিবার (১৪ আগস্ট) ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, ডিএমপির ৫০টি থানার সব কটিতে অনলাইন জিডি সেবা চালু করা হয়েছে। পুলিশি সেবা সহজীকরণের অংশ হিসেবে ঘরে বসেই সব ধরনের জিডি করার সুবিধা চালু করা হয়।
এর আগে কেবল হারানো ও প্রাপ্তিসংক্রান্ত বিষয়ে অনলাইন জিডি করার সুযোগ ছিল। নতুন ব্যবস্থায় যে কোনো ধরনের জিডি অনলাইনে করা যাবে।
ডিএমপি জানায়, অনলাইন জিডি সেবা পেতে গুগল প্লে স্টোর থেকে 'অনলাইন জিডি' অ্যাপ ডাউনলোড করে একবার রেজিস্ট্রেশন করলেই সেবা গ্রহণ করা যাবে। একাধিকবার রেজিস্ট্রেশনের প্রয়োজন নেই। জনগণের দোরগোড়ায় দ্রুত ও সহজে পুলিশি সেবা পৌঁছে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে ডিএমপি।
Comments