পরিচ্ছন্ন কর্মীদের পাশে আজীবন থাকার অঙ্গীকার ইশরাকের

'ঢাকা সিটি করপোরেশন পরিচ্ছন্ন কর্মীদের পাশে সবসময়ই ছিলাম, আজীবন থাকবো'- বলে প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। বৃহস্পতিবার (০৩ জুলাই) নিজের সামাজিক মাধ্যম ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি প্রত্যয় ব্যক্ত করেন।
পোস্টে তিনি বলেন, ঢাকা সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের পাশে সবসময়ই ছিলাম, আজীবন থাকবো। অপ্রিয় একটি পরিবেশে প্রতিদিন কঠোর পরিশ্রম করে আমাদেরকে স্বস্তিতে বসবাস করার জন্যে যারা পুরো জীবন উজাড় করে দেয় এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে। তাদের প্রতি আমার শ্রদ্ধা সম্মান।
তিনি আরও বলেন, তাদেরকে কেউ মেথর বলে হেয় করলে আমরা জনগণের মেথর হিসাবে তাদের জন্যে প্রতিবাদ করবো ইনশাআল্লাহ। মেথর সাহেবরা হালাল ভাবে খেটে খায় । আর দুইদিন যাবৎ আসা 'গণঅভুত্থান' সরকারের কেউ কেউ লুটপাট করে বেহুশ হওয়ার দশা।
এছাড়া পোস্টে এআই দিয়ে তৈরি নিজের একটি ছবি শেয়ার করেছেন। ছবিতে দেখা যায়, ইশরাক হোসেনের গায়ে ময়লা ও ছেড়া টিশার্ট পড়া। হাতে রয়েছে ঝাড়ু। কাঁধে একটি বস্তা, সেটিতে প্লাষ্টিকের বোতল ও অন্যান্য আবর্জনা ভর্তি।
পোস্টের কমেন্টে সেকশনে নেটিজেনরা ইশরাকের হোসেনের এই ছবির জন্য প্রশংসা করেছেন, আবার অনেকে করেছেন ব্যঙ্গ। এর মধ্যে রায়হান গাজী নামে একজন লিখেছেন, ভালোবাসা আরও বেড়ে গেলো।
আর এইচ লাভলো নামে আরেকজন লিখেছেন, এডিটিং না দিয়ে বাস্তবে এরকম একটা ফটো দেন।
Comments