বিএনপি থেকে মনজুর এলাহী মনোনয়ন পাওয়ায় রিয়াদে দোয়া মাহফিল
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘ ১৭ বছর পর স্বদেশ প্রত্যাবর্তন এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৩ (শিবপুর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে মনজুর এলাহীর মনোনয়ন পাওয়ায় সৌদি আরবের রাজধানী রিয়াদে আনন্দ উৎসব, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
নরসিংদী জেলা প্রবাসী জাতীয়তাবাদী পরিষদের উদ্যোগে রিয়াদের স্থানীয় একটি পার্কে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যবসায়ী ও রাজনীতিবিদ আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যবসায়ী আব্দুল মোমেন সরকার।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী কিরন সরকার। বিশেষ অতিথি ছিলেন বদরুল, জহিরুল, সাদেক সরকার, আব্দুল আজিজ সরকারসহ নরসিংদী জেলার বিভিন্ন উপজেলার বিপুল সংখ্যক প্রবাসী নেতা-কর্মী ও সাধারণ প্রবাসীরা।
অনুষ্ঠান শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
Comments