ওমানে সড়ক দুর্ঘটনায় ৮ বাংলাদেশি নিহত

ওমানের দুকুম এলাকায় এক সড়ক দুর্ঘটনায় ৮ বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেলে মাছ ধরার কাজ শেষে ফেরার পথে একটি মাইক্রোবাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে সাতজনের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপে, অপরজন রাউজানের।
এ ঘটনায় গাড়িচালক হাসপাতালে চিকিৎসাধীন।
বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, স্থানীয় প্রশাসনের সহযোগিতায় নিহতদের লাশ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে।
Comments