নারীর প্রতি সহিংসতার প্রতিবাদ: শাহবাগে ৩০ কলেজের শিক্ষার্থীদের অবস্থান

নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ এবং নির্যাতনের ঘটনায় দোষিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে শাহবাগে অবস্থান নিয়েছেন রাজধানীর ৩০ কলেজের শিক্ষার্থীরা। প্রতিবাদ জানাতে আসা শিক্ষার্থীদের অধিকাংশই উচ্চ মাধ্যমিক শ্রেণির শিক্ষার্থী। এ সময় তাদের 'তুমি কে, আমি কে, আছিয়া আছিয়া'; 'জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস'; 'ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, ধর্ষকদের ফাঁসি চাই'; 'আমার সোনার বাংলায়, ধর্ষকদের ঠাঁই নাই'; 'জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো'; 'ধর্ষকদের গদিতে, আগুন জ্বালো একসাথে' ইত্যাদি বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
শিক্ষার্থীরা বলেন, 'নারী নিপীড়নের প্রতিবাদে আমরা শাহবাগ অবরোধের ঘোষণা দিয়েছিলাম। কিন্তু রমজানে জনগণের ভোগান্তির কথা চিন্তা করে এই কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। তবে ব্লকেড কর্মসূচির পরিবর্তে শাহবাগ জাতীয় যাদুঘরের সামনে পাশের ফাঁকা রাস্তায় অবস্থান কর্মসূচি সন্ধ্যা পর্যন্ত চলবে।'
তারা জানান, 'আজকের এই কর্মসূচিতে ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজ, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা সিটি কলেজ, ধানমন্ডি আইডিয়াল কলেজ, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, নটরডেম কলেজ, ঢাকা কলেজ, সরকারি বিজ্ঞান কলেজ, সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ, লালবাগ মডেল কলেজ, উইলস্ লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, জলসিঁড়ি ক্যান্টনমেন্ট কলেজ, আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা ইম্পেরিয়াল কলেজ, শেখ বোরহানউদ্দিন পোস্ট গ্র্যাজুয়েট কলেজ, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ, সবুজবাগ সরকারি কলেজ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, হামদর্দ কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছেন।
মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, নৌবাহিনী কলেজ, সেন্ট জোসেফ স্কুল অ্যান্ড কলেজ, বিএফ শাহীন ঢাকা, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলসহ ৩০ কলেজের শিক্ষার্থীরা কর্মসূচিতে অংশ নেবেন বলেও জানিয়েছেন তারা।
এদিকে শিক্ষার্থীদের কর্মসূচি ঘিরে শাহবাগের সতর্ক অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুরো জায়গা জুড়েই বাড়তি পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়েছে। সকালে বিশ্ববিদ্যালয়ের অপারজেয় বাংলার পাদদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দল মানববন্ধন করেছে।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সম্প্রতি মাগুরায় ঘটে যাওয়া ধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। একই সঙ্গে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মচারী কেন্দ্রিক নারীদের প্রতি যে হেনস্তার ঘটনা ঘটেছে, তারও তীব্র প্রতিবাদ জানিয়েছেন তারা।
এসময় বিশ্ববিদ্যালয়কে নারী বান্ধব করে গড়ে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়, যাতে শিক্ষার্থী ও কর্মরত নারীরা নির্ভয়ে তাদের দৈনন্দিন কার্যক্রম চালিয়ে যেতে পারেন।
Comments