কুয়েটে ছাত্রদল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের মাঝে সংঘর্ষ
![](https://dhakajournal.com/sites/default/files/styles/big_1/public/images/2025/02/18/kuet.jpg?itok=0_XtsVIQ×tamp=1739879071)
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) সাধারণ শিক্ষার্থীদের সাথে ছাত্রদলের সংঘর্ষ চলছে। এতে অনেক শিক্ষার্থী আহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদলের সদস্য সংগ্রহ ফরম পূরণের সময় কুয়েট শিক্ষার্থীরা রাজনীতি মুক্ত ক্যাম্পাসের দাবিতে স্লোগান দিলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দুপুরে শিক্ষার্থীরা ছাত্ররাজনীতি বন্ধের দাবিতে মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র হলগুলো প্রদক্ষিণ করেন। এ সময় তারা 'এই ক্যাম্পাসে হবে না, ছাত্ররাজনীতির ঠিকানা', 'ছাত্ররাজনীতির ঠিকানা, এই কুয়েটে হবে না', 'দাবি মোদের একটাই, রাজনীতিমুক্ত ক্যাম্পাস চাই' স্লোগান দেন।
পরে কেন্দ্রীয় জামে মসজিদের সামনে শিক্ষার্থীদের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয় এবং তা কুয়েট ক্যাম্পাসের বাইরেও ছড়িয়ে পড়ে। বর্তমানে ক্যাম্পাসের চরম উত্তেজনা বিরাজ করছে। কুয়েট পকেট গেট থেকে বহিরাগতরা একটি গ্রুপের পক্ষ নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন।
খানজাহান আলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, ছাত্ররাজনীতি বন্ধের দাবি নিয়ে কুয়েটে ছাত্রদের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। পরে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
শিক্ষার্থীরা অভিযোগ করে বলেছেন, ক্যাম্পাসে ছাত্ররাজনীতি ফেরানো, শিক্ষার্থীদের মারধর, মাইক কেড়ে নেওয়াসহ বিভিন্ন অভিযোগ এনে ছাত্ররাজনীতি বন্ধের দাবিতে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় ছাত্রদলের নেতাকর্মীদের ধাওয়া দেন তারা। পরে ভিসির বাসভবনের সামনে অবরোধ করে বিভিন্ন দাবিতে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। দুপুরে ছাত্রদলের নেতাকর্মীরা একত্রিত হয়ে ক্যাম্পাসে প্রবেশ করলে সংঘর্ষ বাঁধে।
Comments