ঢাবি এলাকার গাছ থেকে ঝুলন্ত লাশ নামানো হয়েছে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ এফ মজিবুর রহমান গণিত ভবনের বিপরীতে জিমনেসিয়ামের পাশের গাছ থেকে অজ্ঞাত ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে উদ্ধার মরদেহের পরিচয় জানা যায়নি।
আজ বুধবার সকাল পৌনে ১০টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে মরদেহটি গাছ থেকে নামান। এর আগে ৯টায় দিকে পথচারীরা গাছের ওপরের অংশের ডালে ঝুলতে থাকা এক ব্যক্তিকে দেখতে পান। পরে বিষয়টি তাঁরা পুলিশ ও প্রক্টরিয়াল টিমকে জানান।
প্রত্যক্ষদর্শী এক শিক্ষার্থী বলেন, তিনি সকালে ক্লাস করতে বিশ্ববিদ্যালয়ে আসেন। এ সময় দেখেন মানুষের জটলা। তাঁরা ওপরের দিকে তাকিয়ে ছিলেন। সেখানে গিয়ে দেখা যায়, এক ব্যক্তি ঝুলছেন।
ফায়ার সার্ভিসের এক সদস্য বলেন, তাঁরা গিয়ে জানতে পারেন, ঝুলতে থাকা ব্যক্তি মৃত। মরদেহটি একজন ভবঘুরে মানুষের হতে পারে। তাঁর বয়স ৫০ বছরের কাছাকাছি। তাঁর নাম–পরিচয় জানা যায়নি। মরদেহটি নামিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. সাইফুদ্দিন আহমদ এ বিষয়ে বলেন, 'মৃত্যুর কারণ জানতে লাশের পোস্টমর্টেম (ময়নাতদন্ত) করা হবে।'