মালয়েশিয়ায় একটি কারখানায় আগুনে পুড়ে দুই বাংলাদেশির মৃত্যু

মালয়েশিয়ার পুরাতন রাজধানী মেলেক্কা রাজ্যের তানজুং কিলাংয়ের তাঙ্গা বাতু শিল্প এলাকার একটি ইলেকট্রনিক কারখানায় আগুনে পুড়ে দুই বাংলাদেশের মৃত্যু হয়েছে, এছাড়াও আরো দুই বাংলাদেশি অবস্থা গুরুতর।
সোমবার (২৪ফেব্রুয়ারি) মালাক্কা রাজ্যের তানজুম ক্লাইনের দাঙ্গাবাতু ও শিল্প এলাকায় কারখানায় আগুন লাগলে, আগুনে পুড়ে ঘটনাস্থলে দুই বাংলাদেশীর মৃত্যু হয়। তাদের বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে বলে ধারণা করা হচ্ছে। নিহত দুই ব্যক্তির নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।
তাঙ্গা বাতু ফায়ার এন্ড রেসকিউ স্টেশনের (বিপিপি) অপারেশন কমান্ডার সিনিয়র ফায়ার্স অফিসার আই রোসলান মানস জানিয়েছেন, স্থানীয় সময় সোমবার সকাল দশটায় একটি জরুরি ফোন কল পাওয়ার পরে বিপিপি চেংয়ের সহায়তায় মোট ১২ জন ফায়ার সার্ভিস কর্মী দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
দোতলা ভবনটিতে আগুন লাগলে চারজন বাংলাদেশী কর্মী আটকে পড়েন। আগুন লেগে ভবনটি ৪০ শতাংশ পুড়ে যায়।
কর্তব্যরত ফায়ার সার্ভিস কর্মকর্তা আরো জানান, আটকে পড়া চারজনের মধ্যে দুজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও, বাকি দুজন কর্মীকে মৃত অবস্থায় পাওয়া যায়। জীবিত দুইজনকে তাৎক্ষণিক চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। তবে আগুনের কারখানাটিতে কত ক্ষয়ক্ষতি এখনো জানা যায়নি। মালয়েশিয়াতে আগুনে, ভূমিধস, উচু উঁচু ভবন থেকে পড়ে বাংলাদেশে কর্মীদের মৃত্যু দিন দিন বেড়ে চলেছে। এতে আতঙ্কিত প্রবাসী বাংলাদেশীরা।
Comments