ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনায় আমির খানের সিদ্ধান্ত

ভারত-পাকিস্তান সীমান্তে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে, নিজের নতুন সিনেমা 'সিতারে জমিন পার'-এর ট্রেলার প্রকাশ স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন বলিউড তারকা আমির খান। সিনেমাটির ট্রেলার ৮ মে মুক্তি পাওয়ার কথা ছিল। বলিউড হাঙ্গামা থেকে জানা যায়, এর আগে ম্যাডক ফিল্মস তাদের প্রযোজিত রাজকুমার রাও অভিনীত 'ভুল চুক মাফ' সিনেমার থিয়েটারিক্যাল মুক্তি বাতিল করে সরাসরি অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তির সিদ্ধান্ত নেয়। একই পথে হাঁটলেন এবার আমির খানও।
আমির খানের প্রোডাকশন টিম জানায়, ভারতের সীমান্তে চলমান পরিস্থিতি এবং সারা দেশে জারি হওয়া সতর্ক অবস্থার কারণে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। প্রোডাকশন হাউজের পক্ষ থেকে জানানো হয়, "আমরা দেশের সুরক্ষা দেয়া সশস্ত্র বাহিনীর পাশে আছি। এই সময়টায় দায়িত্বশীল নাগরিক হিসেবে একাত্মতা প্রকাশ করা এবং সংযম বজায় রাখাটাই জরুরি বলে মনে করি।"
প্রথমদিকে নির্মাতারা সপ্তাহান্তে ট্রেলার প্রকাশের পরিকল্পনা করলেও, এখন তারা তা পিছিয়ে দিয়েছেন। যদিও সিনেমার মুক্তি পিছিয়ে যেতে পারে বলে জল্পনা তৈরি হয়েছে, তবে এ নিয়ে এখনো কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
'সিতারে জমিন পার' পরিচালনা করছেন আর.এস. প্রসন্ন। এতে আমির খানের পাশাপাশি অভিনয় করেছেন জেনেলিয়া ডি'সুজা এবং ১০ জন শিশু শিল্পী। সিনেমাটি ২০০৭ সালের আমির খানের আইকনিক সিনেমার 'তারে জমিন পার'-এর সিক্যুয়েল।
Comments