বর্তমান প্রেমিকাকে নিয়ে প্রাক্তন স্ত্রীর বাড়িতে আমির খান

দীর্ঘদিনের পরিচয় হলেও প্রেম করছেন এক বছর ধরে। ৬০ বছর বয়সে বলিউড সুপারস্টার আমির খানের এমন প্রেমের গল্প বলিউড অন্দরের টপ নিউজ। বান্ধবী গৌরী স্প্র্যাটের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন আমির খান।
প্রথমে প্রেমের খবর গোপন রাখলেও অভিনেতার ৬০তম জন্মদিনে প্রকাশ্যে এনেছেন এই খবর। অভিনেতার বয়স যখন কম তখন ভালোবেসে বিয়ে করেন রীনাকে। প্রথম স্ত্রী রীনার সঙ্গে বিচ্ছেদ হয়ে যাওয়ার পর এখনও বন্ধুত্ব রয়েছে তাদের। মেয়ের বিয়েতে আমির-রীনা দুজনেই সামলেছেন বড় আয়োজন।
তবে নতুন প্রেমিকাকে নিয়ে পরিবারের কারও কোনও আপত্তি নেই সেকথা আগেই জানিয়েছেন অভিনেতা। এবার প্রাক্তন স্ত্রী রীনার বাড়িতে একসঙ্গে যেতে দেখা গেছে আমির ও গৌরীকে সঙ্গে ছিলেন ছেলে জুনেইদও।
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি পাপারাজ্জিদের ক্যামেরাবন্দি হয়েছে সেই মুহূর্ত। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, প্রাক্তন স্ত্রী রীনার বাড়িতে একসঙ্গে যাচ্ছেন আমির-গৌরী। সঙ্গে ছিলেন বড় ছেলে জুনেইদ।
প্রেমের খবর জানাজানি হওয়ার পর চলতি বছর ১৮ মার্চ মুম্বাইয়ে প্রেমিকা গৌরীকে প্রকাশ্যে আসেন আমির খান। মুম্বাইয়ের এক্সেল অফিসে প্রথমবার এ জুটির ছবি তোলে পাপারাজ্জিরা।
২০০২ সালের ডিসেম্বরে আমির-রীনার বিবাহবিচ্ছেদ হয়। এরপর ২০০৫ সালে চিত্রপরিচালক কিরণ রাওকে বিয়ে করেন আমির খান। এই দম্পতির একটি ছেলে রয়েছে।
Comments