মেট গালায় লাইমলাইটে থাকবেন অন্তঃসত্ত্বা কিয়ারা

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কিয়ারা আদভানি। হবু মা কিয়ারার অভিষেক হতে যাচ্ছে জনপ্রিয় ফ্যাশন শো 'মেট গালা'য়। তাছাড়া এই অভিনেত্রী গত বছর কান রেড সি ফিল্ম ফাউন্ডেশনেও অংশ নিয়েছিলেন।
সে সময় অভিনেত্রীর পরনে ছিল কালো ও গোলাপি গাউন। বরাবরই স্টাইল স্টেটমেন্ট সেট করেছেন কিয়ারা আদভানি। তার ফ্যাশন সচেতনতা সবসময় দর্শকের নজর কাড়ে।
তার অনুরাগী সংখ্যাও কম নয়। এবার কিয়ারার মেট গালায় অংশগ্রহণের খবর শুনে তাকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা।
২০২০ সাল থেকে সহ-অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে প্রেমের পর ২০২৩ সালে রাজকীয় আয়োজনে বিয়ে করেন তারা। এর আগে প্রেম নিয়ে কারো কাছেই মুখ খোলেননি কিয়ারা। রাজস্থানে তাদের রাজকীয় বিয়ের ভিডিও এখনও স্মরণ করেন অনেকে। প্রায়ই তা সামাজিকমাধ্যমে ভেসে বেড়ায়।
গেল ফেব্রুয়ারিতে অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আনেন কিয়ারা। এবার প্রেগন্যান্ট অবস্থাতেই মেট গালায় অংশ নেবেন অভিনেত্রী।
তার পোশাকের দিকে থাকবে সকলের নজর। মেট গালার লাল গালিচায় হেঁটেছেন বলিউডের বহু নায়িকাই, এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছে এই লাস্যময়ী অভিনেত্রীর নাম।
Comments