আমির খানের নতুন সুখবর

৬০ বছর বয়সে বলিউড সুপারস্টার আমির খানের প্রেমের গল্প বলিউড অন্দরের টপ নিউজ। বান্ধবী গৌরী স্প্র্যাট সঙ্গে চুটিয়ে প্রেম করছেন আমির খান। এরইমধ্যে আরেকটি সুখবর দিলেন মিস্টার পারফেকশনিস্ট।
ব্যক্তিগত জীবনে সম্পর্ক নিয়ে আলোচনা থাকলেও কাজের ক্ষেত্রে শতভাগ পারফেক্ট থাকা চাই। জীবনের সব অভিজ্ঞতার কথা বলতে নিজেই হাজির হবেন অভিনেতা। সেই সুখবর নিয়ে বার্তা দিয়েছেন তিনি।
তিন দশকের ক্যারিয়ারে বিভিন্ন ঘরানার সিনেমায় অভিনয় করেছেন আমির খান। দক্ষ অভিনেতা হওয়ার পাশাপাশি প্রযোজক হিসেবেও কাজ করেছেন।
সেই অভিজ্ঞতা সকলের সঙ্গে ভাগ করে নিতেই এবার নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন আমির। মিস্টার পারফেকশনিস্টের চ্যানেলের নাম 'আমির খান টকিজ'। কীরকম কন্টেন্ট থাকবে সেখানে? সেকথাও জানিয়েছে তার প্রযোজনা সংস্থা।
আমিরের টিমের পক্ষ থেকে বলা হয়েছে, সিনেমা তৈরির নেপথ্যে যেসব হাসিকান্না, কঠোর পরিশ্রমের মুহূর্ত থাকে, সেগুলোই সোজাসাপটাভাবে তুলে ধরা হবে ইউটিউব চ্যানেলে। দর্শক-অনুরাগীরা দেখতে পাবেন ক্যামেরার নেপথ্যের সব কর্মকাণ্ড।
শুধু তাই নয়, ভবিষ্যতে তাদের সিনেমার কোনও দৃশ্য যদি সেন্সরের কোপে পড়ে, সেই 'আনফিল্টারড' দৃশ্যও যে 'আমির খান টকিজে' দেখা যেতে পারে, তেমন ইঙ্গিতও মিলেছে। আসলে আমিরের শৈল্পিক সত্তা বরাবরই বহমান।
উল্লেখ্য, আমির প্রথম বিয়ে করেছিলেন ১৯৮৬ সালে রীনা দত্তকে, তখনো তিনি অভিনয়ে আসেননি। ওই সংসারে আমিরের দুই ছেলে মেয়ে ইরা খান ও জুনাইদ খান। ২০০২ সালের ডিসেম্বরে আমির-রীনার বিবাহবিচ্ছেদ হয়। এরপর ২০০৫ সালে চিত্রপরিচালক কিরণ রাওকে বিয়ে করেন আমির খান। এই দম্পতির ছেলে আজাদ খান। ২০২১ সালের জুলাইয়ে আনুষ্ঠানিক এক বিবৃতিতে আমির-কিরণ বিচ্ছেদের ঘোষণা দেন।
Comments