হৃতিক, অভয় ও ফারহানের ছবি নিয়ে হচ্ছে যত গুঞ্জন

বলিউডের জনপ্রিয় চলচ্চিত্র 'জিন্দগি না মিলেগি দোবারা' মুক্তি পেয়েছিল ২০১১ সালে। সময়ের পরিক্রমায় সিনেমাটি এখনো দর্শকদের মনে বিশেষ জায়গা ধরে রেখেছে সিনেমাটির প্রধান তিন চরিত্রে অভিনয় করেছিলেন হৃতিক রোশন, অভয় দেওল ও ফারহান আখতার। এরপর আর তাদের একসঙ্গে কোনো সিনেমায় দেখা যায়নি। তবে ভক্তরা বরাবরই তিন তারকাকে একসঙ্গে দেখতে চেয়েছেন। এবার গুঞ্জন শোনা যাচ্ছে তাদের একসঙ্গে দেখা যাবে 'জিন্দগি না মিলেগি দোবারা' সিনেমার নতুন কিস্তিতে।
হিন্দুস্তান টাইমস থেকে জানা যায়, হঠাৎ করে ইন্টারনেটে ভাইরাল হয় এই তিন তারকার একটি ছবি। ছবিতে তাদের একসঙ্গে দেখা যাচ্ছে। আর এই ছবি থেকেই গুঞ্জন উঠে এক সিনেমায় দেখা যাবে তাদের দীর্ঘ ১৪ বছর পর। ছবিটি সম্প্রতি সময়ে তোলা হয়েছে। একসঙ্গে তিন তারকা ক্যামেরার সামনে এলেন দীর্ঘ ১৪ বছর পর। তবে এটি কোনো নতুন সিনেমার জন্য নয়, বরং একটি বিজ্ঞাপনচিত্রের অংশ হিসেবে তারা আবারও একসঙ্গে কাজ করলেন।
শনিবার (০১ মার্চ) ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন হৃতিক রোশন, যেখানে তাদের তিনজনকে একসঙ্গে দেখা যায়। ছবিটি মূলত মিরাল ডেস্টিনেশনের ইয়াস আইল্যান্ডকে প্রমোট করার জন্য তোলা হয়েছে। পোস্টে হৃতিক মজা করে লেখেন, কাজটা করতে অনেক সময় লেগেছে, কিন্তু শেষ পর্যন্ত আমরা একসঙ্গে হ্যাঁ বললাম। সঙ্গে হ্যাশট্যাগ হিসেবে ব্যবহার করেছেন বলেছেন সে ইয়েস টু লাইফ।
ছবিতে তিন অভিনেতাকে একটি পুরোনো ক্ল্যাসিক মডেলের গাড়ির সঙ্গে পোজ দিতে দেখা গেছে, যা 'জিন্দগি না মিলেগি দোবারা' সিনেমার স্মৃতি জাগিয়ে তোলে। ছবিটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের ভক্তদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অনেকেই ধারণা করেন, হয়তো সিনেমাটির সিকুয়েল আসতে চলেছে। অনেকে এ নিয়ে মন্তব্যও করেন। তবে পরে জানা যায়, এটি শুধুই একটি বিজ্ঞাপন, নতুন সিনেমার পরিকল্পনা এখনো নেই।
'জিন্দগি না মিলেগি দোবারা' সিনেমায় হৃতিক, অভয় ও ফারহান যথাক্রমে অর্জুন, কবির ও ইমরান চরিত্রে অভিনয় করেছিলেন। গল্পে দেখা যায়, পুরোনো বন্ধুরা একসঙ্গে একটি ট্রিপে বের হয়, যা তাদের জীবনে নতুন মাত্রা যোগ করে। এবার বাস্তবেও দীর্ঘ বিরতির পর তারা একসঙ্গে এলেন, যা ভক্তদের মনে পুরোনো স্মৃতিকে ফিরিয়ে এনেছে।
Comments