নতুন বছরের প্রথম দিনই ভক্তদের জন্য দেবের চমক
টালিউড ইন্ডাস্ট্রির আলোচিত অভিনেতা দেব। সিনেমা নিয়েই বেশিারভাগ সময় আলোচনায় থাকেন। ২০২৪-এর শেষ দিক বেশ ভালোই কেটেছে তার। এখনো 'খাদান' জ্বরে কাবু টালিউডের বক্স অফিস। সিনেমার এমন সাফল্যের মধ্যেই নতুন বছরে পদার্পণ করে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের সুখবর দিলেন এ নায়ক।
বুধবার (১ জানুয়ারি) ইংরেজি নতুন বছর শুরু হয়েছে। আর বছরের শুরুতেই ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের সুখবর দিলেও এতে অবশ্য কিছুটা অবাক হয়েছেন তারা। রক্ত চক্ষু নিয়ে 'রঘু ডাকাত'র বেশে দেখা দিয়েছেন। আর সেই ভয়ংকর লুক দেখে হতবাক নেটিজেনরা।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এদিন সকালে টালিউড তারকার ফেসবুক পেজে চোখ রাখতেই দেখা যায় দেবের পুরো মুখ চাদরে ঢাকা। শুধু রক্ত মাখা দুই চোখ বের হয়ে আছে। কপালে তিল। যা কিনা রঘু ডাকাতের চেহারা। আর হঠাৎ এমন চেহারা দেখলে হতবাক হওয়া স্বাভাবিক। এমন চেহারাতেই নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন দেব।
এ অভিনেতা লিখেছেন, 'শুভ নববর্ষ। প্রতিশ্রুতি অনুযায়ী "খাদান"-এর পর আমার পরবর্তী উদ্যোড় (সিনেমা) নিয়ে আসছি।' আর তার এই পোস্টের নিচে শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। কেউ নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন, আবার কেউ নতুন সিনেমার জন্য শুভ কামনা জানিয়েছেন।
প্রসঙ্গত, দক্ষিণী তারকা আল্লু অর্জুন অভিনীত 'পুষ্পা ২' সিনেমাও দমিয়ে রাখতে পারেনি দেবের 'খাদান'কে। যা ব্যাপক ব্যবসা করছে টালিউড ইন্ডাস্ট্রিতে। এরইমধ্যে আবার শোনা যাচ্ছে ২০২৫ সালে দেবের 'রঘু ডাকাত' সিনেমায় সহযোগী হবে এসভিএফ প্রযোজনা সংস্থা।