বছরের শেষে ভক্তদের চমক দিয়ে যে বার্তা দিলেন সালমান
বলিউডের ভাইজান বছরের শেষে এসে চমক দিলেন। আগামী বছর ঈদে মুক্তি পাবে তার সিনেমা 'সিকান্দার'। তবে এ বছরেই সিনেমার টিজারে দেখা মিলল সালমানের 'সিকান্দার; টিজারে বলিউডের সালমানকে দেখা দিলেন ভিন্নভাবে। দুরন্ত অ্যাকশন অবতারে ভক্তদের প্রশংসা পাচ্ছেন তিনি।
ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে জানা যায়, সদ্য ৫৯ বছরে পা দিয়েছেন ভাইজান। আগেই জানিয়েছিলেন জন্মদিনেই 'সিকান্দার' সিনেমার প্রকাশ্যে আসবে। কিন্তু তার আগেই ঘটে অঘটন। প্রয়াত হন ড. মনমোহন সিং। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রীকে সম্মান জানিয়েই টিজার রিলিজের সময় পিছিয়ে দেয়া হয়। শনিবার (২৮ ডিসেম্বর) সকাল এগারোটায় টিজার রিলিজের কথা থাকলেও তা প্রকাশ্যে আসে বিকেল চারটায়। সেটাও আবার শুধুমাত্র ইউটিউবে।
এ আর মুরুগাদোস 'সিকান্দার' পরিচালনা করেছেন। সিনেমাটি যে অ্যাকশনে ভরপুর সেটা টিজার থেকেই স্পষ্ট। ১ মিনিট ৪১ সেকেন্ডের টিজারে দেখা যায় অস্ত্রে সাজানো এক মিউজিয়ামে ভাইজানকে দেখা যাচ্ছে। বর্মের আড়ালে শত্রুর শ্যেন দৃষ্টি। তারপরই হামলা। চোখের নিমেষ শত্রুদের হাওয়ায় উড়িয়ে দেন 'সিকান্দার' সালমান।
অন্যদিকে, চলতি বছর সালমান ও তার পরিবারের কাছে বেশ আতঙ্কের ছিল। গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের সামনে গুলিবৃষ্টি, প্রাণনাশের হুমকি, প্রকাশ্য রাস্তায় সালমান-বন্ধু বাবা সিদ্দিকির হত্যা সবমিলিয়ে বেশ উদ্বিগ্ন পরিস্থিতি। সালমানের নিরাপত্তাও বাড়িয়ে দেয়া হয়েছে।
এত কিছুর মধ্যেও 'সিকান্দার'-এর শুটিং চালিয়ে গেছেন সালমান। এই সিনেমায় সালমানের সঙ্গে দেখা যাবে রাশমিকা মান্দানা, কাজল আগরওয়ালকে। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সত্যরাজ। অন্যান্য ভূমিকায় দেখা যাবে সুনীল শেট্টি, শরমন যোশী, প্রতীক বাব্বর।