জন্মদিনের ভিডিওবার্তায় নিশোর সুখবর
হেলিকপ্টার থেকে নেমে এক প্রশ্ন ছুঁড়ে দিয়ে জন্মদিনে সুখবর দিলেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। জানালেন, লম্বা বিরতির পর অবশেষে রুপালি পর্দায় ফিরছেন তিনি।
রোববার (৮ ডিসেম্বর) ছিল নিশোর জন্মদিন। আর এ জন্মদিনেই সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক ভিডিও বার্তায় নিশো নতুন সিনেমার ঘোষণা দেন। বলেন, 'কী? এতদিন নাকি অনেক খুঁজতেছিলা। এত সহজে খুঁইজা পাইলে কি 'দাগি' হয়?'
অভিনেতা আরও বলেন, 'ক্যালেন্ডারে দাগ কাইটা রাখো। এই 'দাগি'র সাথে দেখা হবে ঈদে।'
এসময় হেলিকপ্টার থেকে নেমে আসতেও দেখা যায়, নতুন সিনেমায় নিশোর দুই নায়িকা তমা মির্জা ও সুনেরাহ বিনতে কামালকে। পরিচালক শিহাব শাহীন, প্রযোজক রেদওয়ান রনি ও শাহরিয়ার শাকিলও ছিলেন।
নতুন সিনেমা প্রসঙ্গে চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি বলেন, এতটুকু বলতে পারি, দাগি'র গল্প অসাধারণ। শিহাব শাহীন একজন পরীক্ষিত নির্মাতা। সব মিলিয়ে কাজটি নতুন একটা স্ট্যান্ডার্ড সেট করবে বলে আমি আশাবাদী।
এদিকে 'সুড়ঙ্গ' সিনেমার পর প্রযোজনা সংস্থা চরকি ও আলফা আইয়ের নতুন এ সিনেমা নিয়ে দর্শক ও নিশো ভক্তদের আগ্রহ তৈরি হয়েছে। তাই আবারও নিশো-তমার রসায়ন পর্দায় দেখতে অপেক্ষার প্রহর গুনছেন ভক্তরা।