তেল ব্যবসায়ীর উপর হামলার প্রতিবাদে তেল উত্তোলনে কর্মবিরতি

বাংলাদেশ জ্বালানি তেল ব্যবসায়ী ওনার্স অ্যাসোসিয়েশন খুলনা বিভাগীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সাবেক মহাসচিব শেখ ফরহাদ হোসেন, খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সদস্য মোঃ মনিরুল ইসলাম এবং ফরহাদ হোসেনের ম্যানেজার সোহেল—এ তিনজনকে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসীদের নৃশংস হামলার প্রতিবাদে খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের উদ্যোগে পদ্মা, মেঘনা ও যমুনা তিনটি ডিপো থেকে সকাল ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত দেড় ঘণ্টা তেল উত্তোলন বন্ধ পদ্মা গেটে রেখে কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ পালন করেছেন শ্রমিকরা।
এ সময় খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ এনাম মুন্সী বলেন, দ্রুত হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার ও তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি একইসাথে, এই হামলার পেছনের মদদদাতাদের খুঁজে বের করে আইনের আওতায় আনার আহ্বান অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন জানাচ্ছি।
সংগঠনের লাইন সম্পাদক মোঃ ইমদাদুল হক বলেন, শ্রমিক বান্ধব নেতা তিনি তার ওপর সন্ত্রাসীরা দিনে দুপুরে জ্বালানি তেল ব্যবসায়ী শেখ ফরহাদ হোসেন-সহ আমাদের সহকর্মীদের উপর হামলা করেছে। এদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার দাবি প্রশাসনের কাছে।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি মোঃ এনাম মুন্সী।
এ উপস্থিত ছিলেন সহ-সভাপতি মোশাররফ হোসেন মোসা, সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক শওকত হোসেন সোনা, লাইন সম্পাদক মোঃ ইমদাদুল হক, লাইন সম্পাদক মোঃ ইমদাদুল হক, সহ-লাইন সম্পাদক নুর খালিদ রাস্তি ও শেখ সুলায়মান, প্রচার সম্পাদক জুয়েল শিকদার, সংস্কৃতি ও কল্যাণ সম্পাদক মোঃ ফিরোজ হাওলাদার।
আরও উপস্থিত ছিলেন নির্বাহী সদস্য মোঃ লাবলু ও মনসুর আলী বেপারী, সাবেক সহ-সাধারণ সম্পাদক শেখ নুর আলম নূরা, সাবেক কোষাধ্যক্ষ শহিদুল ইসলাম, সাবেক সহ-লাইন সম্পাদক ফারুক হোসেন বাবুসহ সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ।
Comments