স্ত্রীর প্রেমিককে খুন, হাত-পা বাঁধা লাশ উদ্ধার

খুলনায় পৃথক দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এরমধ্যে শুক্রবার ভোর ৫ টার দিকে নগরীর শিপইয়ার্ড এলাকা থেকে হাত ও পা বাঁধা অবস্থায় অজ্ঞাত এক যুবকের (২৭) লাশ উদ্ধার করেছে পুলিশ। অপরদিকে, রূপসার ভবানীপুর গ্রামে আবদার শেখ (৪৫) নামে একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ওই গ্রামের মো. মনি শেখের বাড়িতে পরোকীয়া প্রেমের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, শুক্রবার ভোর ৫টার দিকে কুকুরের চিৎকারে নগরীর শিপইয়ার্ড মেইন গেটের সামনে হাজী মো. মোশারফ হোসেনের বাড়ির ভাড়াটিয়া আশরাফুল ইসলামের ঘুম ভেঙে যায়। এ সময় তিনি বাইরে বেরিয়ে এসে দেখতে পান বাড়ির পেছনের পশ্চিম দিকে হাত-পা বাধা এবং মাথা ও মুখ মণ্ডল পলিথিন দিয়ে মোড়ানো অবস্থায় একটি মরদেহ পড়ে রয়েছে। ঘটনাটি তিনি লবণচরা থানাকে জানান। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মো. আবু তারেক বলেন, নিহত যুবকের আনুমানিক বয়স ২৭ বছর। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। হাত এবং পা বেঁধে তাকে প্রথমে জখম করা হয়। পরবর্তীতে তার মৃত্যু নিশ্চিত করার জন্য দুর্বৃত্তরা পলিথিন মুড়িয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি। পরিচয় শনাক্তে ঘটনাস্থলে পিবিআই এবং সিআইডির বিশেষ টিমকে কাজ করছেন।
অপরদিকে, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে স্ত্রীর পরোকীয়ায় রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের ভবানীপুর গ্রামের মো. মনি শেখের বাড়িতে প্রতিবেশী আবদার শেখকে কুপিয়ে হত্যা করা হয়। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ভবানীপুর গ্রামের মনি শেখের স্ত্রী তানজিলা বেগমের সঙ্গে আবদার শেখের দীর্ঘ দিন ধরে পরকীয়া সম্পর্ক ছিল। রাত সাড়ে ১০টার দিকে মনি শেখ তার বাড়ি গিয়ে বিছানায় স্ত্রীর সঙ্গে আবদার শেখকে দেখতে পায়। এ সময় মনি শেখ আবদার শেখকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করে। পরে তার লাশ বাথরুমের পাশে একটি গর্তে বস্তাবন্দি করে ফেলে দেয়। সে সময় তার স্ত্রী তানজিলাকেও কুপিয়ে গুরুতর জখম করে। গুরুতর আহত তানজিলাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রূপসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর জানান, নিহত আবদার শেখের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিক্যাল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। হত্যাকান্ডে ব্যবহৃত ধারালো দা উদ্ধার করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং আসামী মনি শেখকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
Comments