উল্লাপাড়ায় বিএনপি নেতাকে অতর্কিত হামলার প্রতিবাদে মানববন্ধন

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ হোসেনের উপর অতর্কিত হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বেলা ১১ টায় উল্লাপাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা ২৪ ঘন্টার মধ্যে হামলার সাথে জড়িত আসামীদের গ্রেপ্তারের হুশিয়ারী দেয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, আব্দুল ওয়াব,পুলিশ সংস্কার কমিটির সদস্য সাবেক ডিআইজি খান সাঈদ হাসান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান মানু, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক, আব্দুর রাজ্জাক, উপজেলা যুবদলের আহ্বায়ক, গোলাম মোস্তফা, সদস্য সচিব, নিক্সন কুমার আমিনসহ অনেকে।
Comments