মানি চেঞ্জারকে কুপিয়ে কোটি টাকা ছিনতাই
গুলশানে মানি এক্সচেঞ্জের দু'জনকে কুপিয়ে কোটি টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাতে গুলশান-২ ডিসিসি মার্কেটের সামনে বরুন বর্মন মার্কেটের 'সিটি মানিটারি এক্সচেঞ্জ'-এর মালিকসহ দুজনকে কুপিয়ে-পিটিয়ে আহত করে তাদের কাছে থাকা কোটি টাকা ছিনিয়ে নিয়ে গেছে দুর্বত্তরা। আহতরা হচ্ছেন, মানি এক্সচেঞ্জের মালিক আ. কাদের শিকদার (৩৫) ও তার শ্যালক আমির হামজা (২৫)।
কাদের সিকদার তার মানি একসচেঞ্জ বন্ধ করে আমির হামজাকে সঙ্গে করে মোটরসাইকেলে করে গুলশান-১ বাসায় ফিরছিলেন। তারা সেখান থেকে কিছুদূর যেতেই ডিসিসি মার্কেটের সামনে ১৫ থেকে ২০ জন তাদের মোটরসাইকেলটির গতিরোধ করে প্রথমে রড দিয়ে আঘাত করে ফেলে দেয়। পরে হেলমেট ও ইট দিয়ে মাথায় আঘাত করে। এক পর্যায়ে তাদের কুপিয়ে আহত করে নগদ প্রায় কোটি টাকা ভরা একটি ব্যাগ নিয়ে যায়।