চীনের রাস্তায় ‘রোবোকপ’

অবিশ্বাস্য হলেও সত্যি চীনের দক্ষিণাঞ্চলের কয়েকটি সড়কে এখন বাস্তবেই মানব পুলিশের পাশাপাশি দায়িত্ব পালন করছে রোবট পুলিশ। নিরাপত্তা নিশ্চিত করতে সড়কে টহল দিচ্ছে মানবাকৃতির রোবট। এ যেন ১৯৮৭ সালে আমেরিকায় মুক্তি পাওয়া সিনেমা 'রোবোকপ'–এর দৃশ্য।
চীনের গুয়াংডং প্রদেশের শেনজেনের সড়কগুলোয় মোতায়েন এই রোবট পুলিশ এখন সবার মনোযোগের কেন্দ্রবিন্দুতে। সেখানে রোবটকে পুলিশের 'হাই-ভিজিবিলিটি' ভেস্ট পরে দায়িত্ব পালন করতে দেখা যাচ্ছে।
অনলাইনে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, পুলিশ দলের সঙ্গে একটি রোবট হেঁটে যাচ্ছে। হঠাৎ দেখলে সেটিকে ছোটখাটো মানুষ বলেই মনে হবে। সেটি দুই পায়ে হেঁটে মানুষের সঙ্গে করমর্দন করছে। এক পুলিশ কর্মকর্তা যেভাবে নির্দেশ দিচ্ছেন, রোবটটি তা–ই করছে। পুলিশ কর্মকর্তা উপস্থিত ভিড় লক্ষ করে হাত নাড়লে রোবটটিও হাত নাড়ে। লোকজন ভিড় করে রোবট পুলিশ দেখছে, মুঠোফোনে ছবি তুলছে, ভিডিও করছে।
এসব রোবট পুলিশের উচ্চতা ১ দশমিক ৩৮ মিটার, ওজন ৪০ কেজি। একেকটি রোবটের দাম ৮৮ হাজার ইউয়ান (১২ হাজার মার্কিন ডলার)।
রোবটগুলোয় নানা অত্যাধুনিক শক্তিশালী চিপ ও সেন্সর লাগানো আছে। এগুলো ঠিকভাবে নির্দেশ পালন করতে পারে এবং বিরূপ পরিবেশের মধ্য দিয়েও চলাফেরা করতে পারে।
শেনজেনভিত্তিক উদ্যোক্তা প্রতিষ্ঠান এনজিন–এআই ২০২৩ সালে পিএস০১ নামের এই রোবট তৈরি করে।
ইউটিউবে রোবট পুলিশের ভিডিও প্রকাশের পর তা ভাইরাল হয়ে যায়।
Comments