বাড়ছে নতুন সোশ্যাল মিডিয়া 'ব্লুস্কাই' ব্যবহারকারীর সংখ্যা
বিগত কয়েক বছরে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম তৈরি হয়েছে। এর মধ্যে একটি হচ্ছে ইলন মাস্কের মালিকানাধীন মাইক্রোব্লগিং প্লাটফর্ম এক্সের (সাবেক টুইটার) বিকল্প একটি সামাজিক যোগাযোগ মাধ্যম। নতুন এই সামাজিক মাধ্যমটি হচ্ছে 'ব্লুস্কাই'। এটি তৈরির পর থেকে ক্রমাগতই বাড়ছে ব্যবহারকারীর সংখ্যা।
প্রযুক্তিভিত্তিক ওয়েবসাইট পিসিম্যাগ এর প্রতিবেদন থেকে জানা গেছে, তৎকালীন টুইটারের সিইও এবং সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ডরসি আগেই ঘোষণা দিয়েছিলেন যে নতুন একটি সামাজিক যোগাযোগ আসবে সেটি হচ্ছে ব্লুস্কাই। বর্তমানে এক্সের সঙ্গে এই অ্যাপের কোনো সম্পর্ক নেই। তবে এক্সের বিকল্প হিসেবে এটি বেশ জনপ্রিয় হয়ে উঠছে।
ব্লুস্কাই দেখতে এবং কাজের ধরন অনেকটাই সাবেক টুইটারের মতো। অ্যাপটি এক্সের বিকল্প হওয়ায় গত তিন মাসে প্রায় ৬ মিলিয়ন ব্যবহারকারী থেকে বর্তমানে সেটি ১৫ মিলিয়নের সংখ্যা অতিক্রম করেছে। এছাড়া ধীরে ধীরে এক্সের অনেক ব্যবহারকারী ব্লুস্কাই ব্যবহার শুরু করেছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, সাম্প্রতি মার্কিন নির্বাচনের পর এবং ডোনাল্ড ট্রাম্পের প্রতি ইলন মাস্কের প্রকাশ্য সমর্থনের পরিপ্রেক্ষিতে ব্লুস্কাই ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে।
ব্লুস্কাই তৈরির পর প্রথম দিকে এটি মূলত অল্প সংখ্যক মানুষ ব্যবহার করতে পারতো। সে সময় শুধুমাত্র যাদেরকে অনুরোধ বা আমন্ত্রণ করা হতো তারাই অ্যাপটি ব্যবহার করতে পারতেন। তবে ২০২৪ সালের শুরুর দিকে প্ল্যাটফর্মটি সবার জন্য উন্মুক্ত করে দেয়া হয়। ফলে এখন যে কেউ সহজেই এটি ব্যবহার করতে পারে। ব্যবহারকারীরা ওয়েবসাইট অথবা আইওএস ও অ্যান্ড্রয়েড ভার্সনে অ্যাপটি ইন্সটল করেতে পারেন।
ব্লুস্কাই অ্যাকাউন্ট ওপেন করবেন যেভাবে
- অ্যাপনি ব্যবহারের জন্য প্রথমে এটি ডাউনলোড করে ইন্সটল করুন।
- পরে এটি ওপেন করার পর সাইন আপ করতে বলবে। অথবা আইওএস বা অ্যান্ড্রয়েড অ্যাপে Create Account দেখাবে সেখানে ট্যাপ করুন।
- পরবর্তী স্ক্রীনে আপনার ইমেইল ঠিকানা, পাসওয়ার্ড, এবং জন্ম তারিখ দেয়ার জন্য অনুরোধ করা হবে। এবং এটি অবশই ফিলাপ করতে হবে। পরে Next অপশন নির্বাচন করতে হবে।
- হ্যান্ডলটি ব্যবহারের জন্য আপনাকে ইউজার নেম (User Name) তৈরির জন্য বলা হবে। তাই একটি ইউজার নেম দিয়ে অ্যাকাউন্টটি তৈরি করতে হবে।
- এরপর প্রোফাইলে একটি ছবির সেট করার জন্য অপশন দেয়া হবে। ইচ্ছা অনুযায়ী একটি ছবি সেট করতে পারেন। এরপরই আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে।
এ সময় আপনাকে বিভিন্ন ধরণের অপশান দেখাবে যেখানে অনেক তালিকা থাকবে। সেখান থেকে আপনি আপনার পছন্দ একাধিক অনুযায়ী অপশন সিলেক্ট করতে পারবেন।
ব্লুস্কাইয়ের কাস্টমাইজেশন সুবিধা
ব্লুস্কাই তার ব্যবহারকারীদের জন্য নতুন কাস্টমাইজেশন অপশন রেখেছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা তাদের অ্যাকাউন্টের বেশ কিছু সেটিংস পরিবর্তন করতে পারবেন। যেমন- স্ক্রীনের চেহারা, পছন্দ অনুযায়ী ফিড এবং অ্যাকাউন্ট সুরক্ষার জন্য পাসওয়ার্ড সেটিংস। এর মাধ্যমে ব্যবহারকারীরা আরও সহজে এবং ব্যক্তিগতভাবে তাদের ব্লুস্কাই অ্যাকাউন্ট পরিচালনা করতে পারবেন।