হোয়াটসঅ্যাপের নতুন ফিচার যেভাবে ব্যবহার করবেন
মেটার মালিকানাধীন বিশ্বের জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ ব্যবহার করেন এই অ্যাপ। এর মাধ্যমে ব্যবহারকারীদের ছবি, এবং ভিডিও শেয়ার করতে, পোল পরিচালনা করা যায়। এছাড়া ব্যক্তিগত কাজ ছাড়াও ব্যবসায়িক, অফিসের কাজে এই অ্যাপটি নিয়মিত ব্যবহার করা হচ্ছে। তবে প্রতিদিন নানান চ্যাটের মধ্যে প্রয়োজনীয় বা প্রিয় চ্যাটগুলো খুঁজে পাওয়া যায় না। ফলে অনেক ব্যবহারকারী এ নিয়ে বিরক্তবোধ করেন। তাই নতুন ফিচার এনেছে হোয়াটসঅ্যাপ।
ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া এর প্রতিবেদন থেকে জানা গেছে, কাস্টম লিস্ট নামে নতুন ফিচার এনেছে হোয়াটসঅ্যাপ। এর মাধ্যমে পরিবার, অফিস, বন্ধুদের নিয়ে তৈরি করা গ্রুপ নিজের পছন্দ মত সুসংগঠিত করা যাবে। এছাড়া লিস্টের নাম পরিবর্তন, সহজে ডিলিট এবং লিস্ট পুনরায় সাজানো যায়। এতে দ্রুত অ্যাক্সেস ও চ্যাট তালিকায় বিশৃঙ্খলা কমায়।
যেভাবে কাস্টম লিস্ট তৈরি এবং ফিচারটি ব্যবহার করবেন তা নিচে তুলে ধরা হলো-
- হোয়াটসঅ্যাপের ফিচারটি ব্যবহারের ও কাস্টম লিস্ট তৈরি করতে প্রথমে আপনার ডিভাইসের অ্যাপটি চালু করুন।
- এরপর চ্যাট লিস্টে যান। সেখানে উপরে ডান দিকে একটি 'যোগ' চিহ্ন দেখাবে। সেটিতে ক্লিক করলে অর্গাইনজ ইওর চ্যাট বলে একটি পপআপ - দেখাবে। সেখানে ক্লিক করুন।
- পরে ক্যাটাগরি দেখে (পরিবার, বন্ধু বা অফিসে) পছন্দের প্রোফাইল তালিকাভুক্ত করুন। পরে যে চ্যাটটি আপনি লিস্টে যুক্ত করতে চান সেটির ওপর ট্যাপ করে ধরে রাখুন।
- এরপর 'Add to List' নির্বাচন করুন এবং প্রয়োজনীয় লিস্টটি বেছে নিন।
এখানে একাধিক চ্যাট একটি লিস্টে যুক্ত করা সম্ভব।
কাস্টম লিস্ট পরিচালনা করবেন যেভাবে
লিস্টের নাম পরিবর্তন- নাম পরিবর্তনের জন্য লিস্টের নামের ওপর দীর্ঘক্ষণ চাপ দিয়ে ধরে রাখুন এবং 'Rename' নির্বাচন করে নাম পরিবর্তন করতে পারবেন।
লিস্ট ডিলিট- কোনো কারণে লিস্ট ডিলিট করতে হলে লিস্টের নামের ওপর চেপে ধরে রাখলে কয়েকটি অপশন দেখাবে। সেখানে ডিলিট অপশন ক্লিক করে কাস্ট লিস্ট মুছে ফেলতে পারবেন।
লিস্ট পুনরায় সাজানো- কাস্ট লিস্ট পুনরায় সাজানো সম্ভব। এর জন্য ফিল্টার বার টেনে ধরে ওপর নিচে এনে নিজের পছন্দ অনুযায়ী সেট করতে পারবেন।
কাস্টম লিস্ট ব্যবহারের সুবিধা
লিস্ট সংগঠিত করা
চ্যাট লিস্ট সুসংগঠিত বা নিজের পছন্দ অনুযায়ী সেট করতে গ্রুপ আলাদা আলাদা করে রাখা যায়। এর ফলে চ্যাট পরিচালনা করা সহজ হয়ে ওঠে।
দ্রুত অ্যাক্সেস
প্রয়োজনে দ্রুত বা অল্প সময়ের মধ্যে গ্রুপে যোগাযোগ করতে এই ফিচারটি অবশ্যই গুরুত্বপূর্ণ। তবে সব কোম্পানির সব মডেলের ফোনে এখনো হোয়াটসঅ্যাপের নতুন ভার্সনটির আপডেট আসেনি। আপনার ফোনে এসেছে কিনা তা প্লে-স্টোরে যেয়ে চেক করে নিন।