ব্লুটুথ ভার্সন ৬.০ তে থাকছে চমক
এক স্মার্টফোন থেকে অন্য স্মার্টফোনে ফাইল বা ছবি আদান-প্রদান করতে ব্লুটুথ প্রযুক্তি ব্যবহার করেন অনেকেই। কেউ কেউ হেডফোন যুক্ত করে গানও শোনেন। এই ব্লুটুথ প্রযুক্তি কাজে লাগিয়ে চাইলেই অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা ফোনে ওয়াই–ফাই হাব তৈরি করে অন্য ফোনে ইন্টারনেট শেয়ার করা যায়। এবার নতুন ফিচার নিয়ে আসছে ব্লুটুথ যা ব্যবহারকারীদের অভিজ্ঞতাকে আরও উন্নত করবে।
ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে এর প্রতিবেদন থেকে জানা গেছে, ব্যবহারকারীদের জন্য নতুন কিছু ফিচার নিয়ে আসছে ব্লুটুথ প্রযুক্তি। নতুন ভার্সন হচ্ছে ৬.০। এই ভার্সনে আরও আপডেট কিছু প্রযুক্তি যুক্ত করা হচ্ছে।
খুব শিগগিরই নতুন ভার্সন ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলোতে চলে আসবে বলে জানিয়েছে টেক ওয়েবসাইট ইজুরিও। প্রতিবেদনে উল্লেখ করা হয়, এই ভার্সনে সব থেকে বড় চমকের নাম চ্যানেল সাউন্ডিং।
যেসব ফোনে ব্লুটুথ ৬.০ থাকবে সেসব ফোনগুলো থাকবে নিরাপদ। এছাড়া দূরত্ব এবং দিকনির্দেশ নির্ভুলভাবে নির্ধারণ করতে পারবে। পেয়ারিং করার আগেই এটি অটোমেটিক অন্য ডিভাইসের ব্লুটুথ স্ক্যান করেতে পারবে। পাশাপাশি ডুপ্লিকেট ডেটা স্ক্যান ও মনিটরিং করতে পারবে ব্লুটুথ ৬।
এছাড়া একটি নির্দিষ্ট দূরত্বের মধ্যে অটোমেটিক ডোর আনলক করার জন্য হোম অ্যাপ্লায়েন্স তৈরি করতেও সাহায্য করতে পারে ব্লুটুথ ৬। তবে নতুন এই ভার্সনটি সব ধরণের ফোনে পাওয়া যাবে না। শুধুমাত্র স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর সঙ্গে কাজ করতে পারে ব্লুটুথ ৬।