আইপিএলের মাঠে ফের বোমা হামলার হুমকি

ভারত-পাকিস্তান সংঘাতের জেরে এক সপ্তাহের বেশি সময় স্থগিত ছিল আইপিএল। দুই দেশ যুদ্ধ বিরতিতে রাজি হওয়ায় শনিবার (১৭ মে) থেকে মাঠে গড়াবে আইপিএলের ১৮তম আসরের বাকি অংশ। এর জন্য নতুন করে সূচি প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। তবে যুদ্ধের বিরতি দিলেও এখনও খেলার মাঠে হামলার ভয় ছড়াচ্ছে।
ভারতীয় গণমাধ্যমের খবর, গত কয়েক দিনের মধ্যে তৃতীয়বারের মতো জয়পুরের সওয়াই মানসিং স্টেডিয়াম উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। যেখানে আইপিএলের পরিবর্তিত সূচির তিনটি ম্যাচ হওয়ার কথা রয়েছে। যা চিন্তা বাড়িয়েছে বিসিসিআইয়ের। যদিও প্রতিটি হুমকিই পরে ভুয়া বলে প্রমাণিত হয়েছে, তবুও কোনও ঝুঁকি না নিয়ে প্রশাসন সক্রিয় অবস্থান নিয়েছে।
গত ৮ এবং ১২ মে রাজস্থান ক্রীড়া সংস্থার কাছে ইমেইল বার্তায় হুমকি এসেছিল। যেখানে লেখা ছিল, 'অপারেশন সিঁদুরের সাফল্য উদযাপন করতে আমরা আপনাদের স্টেডিয়ামে বিস্ফোরণ ঘটাব। যদি পারেন সবাইকে বাঁচিয়ে দেখান।' ইমেলটি আসে 'পাকিস্তান জেকে ওয়েব' নামে একটি আইডি থেকে। এরপর ১৩ মে আবারও একই ধরনের হুমকি পাঠানো হয় রাজস্থান রাজ্য ক্রীড়া সংসদের কাছে।
রাজস্থান স্টেট স্পোর্টস কাউন্সিলের চেয়ারম্যান নীরজ কে পাওয়ান আশ্বস্ত করেছেন দর্শক ও সংশ্লিষ্ট সকলকে যে, আতঙ্কের কোনও কারণ নেই। তার মতে, 'স্টেডিয়ামে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। দর্শকদের জন্য একটি নিরাপদ ও সুষ্ঠু খেলা উপভোগের পরিবেশ নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।'
এই ঘটনার পরিপ্রেক্ষিতে স্টেডিয়ামের প্রতিটি প্রবেশপথে কড়া নজরদারি, অতিরিক্ত সিসিটিভি ক্যামেরা এবং বম্ব স্কোয়াডের নজরদারি চালু করা হয়েছে। আইপিএলের ম্যাচগুলিতে যাতে কোনওরকম বিঘ্ন না ঘটে, সেদিকে কড়া দৃষ্টি রাখা হচ্ছে। এমনটায় জানায় ভারতের একাধিক বিভিন্ন গণমাধ্যমে।
উল্লেখ্য, নতুন সূচি অনুযায়ী ২৮ মে রাজস্থান বনাম পাঞ্জাবের খেলা রয়েছে জয়পুরে। এরপর পাঞ্জাব বনাম দিল্লি এবং পাঞ্জাব বনাম মুম্বাইয়ের খেলাও এখানে হবে।
Comments