রিয়ালকে হারিয়ে কোপা দেল রে’র শিরোপা বার্সেলোনার

প্রথমার্ধে পেদ্রির দূরপাল্লার শটে এগিয়ে যায় বার্সেলোনা। দ্বিতীয়ার্ধে এমবাপে-মদ্রিচদের বদলি হিসেবে নামিয়ে ম্যাচে ফিরলো রিয়াল, সমতায় ফেরার পর চুয়ামেনির গোলে এগিয়েও গেল তারা। কিন্তু কোর্তোয়ার ভুলে সমতায় ফিরলো বার্সা।
নির্ধারিত সময়ের শেষ মিনিটে বার্সার পেনাল্টির আবেদনে রেফারি ভিএআর দেখে রাফিনিয়াকে ডাইভের অভিযোগে দিলেন হলুদ কার্ড। অতিরিক্ত সময়ে সুযোগ কাজে লাগাতে ভুলেননি জুলস কুন্দে, দূরপাল্লার শটে করলেন দারুন এক গোল। আর সেই গোলই গড়ে দিল ব্যবধান। বার্সাকে এনে দিলো শিরোপা।
শনিবার (২৬ এপ্রিল) কোপা দেল রে'র ফাইনালে রিয়াল মাদ্রিদকে ৩-২ গোলে হারিয়ে শিরোপা ঘরে তুলেছে বার্সেলোনা। নির্ধারিত সময়ের খেলা ২-২ গোলের সমতায় গড়ালে অতিরিক্ত সময়ে খেলা গড়ায়। অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে জুলস কুন্দের গোলে বার্সার জয় নিশ্চিত হয়। এর আগে নির্ধারিত সময়ে বার্সেলোনার পক্ষে পেদ্রি ও ফেরান তোরেস গোল করেন। রিয়ালের পক্ষে গোল করেন এমবাপে ও চুয়ামেনি।
অতিরিক্ত সময়ে গড়ানো খেলায় দুই দুলই টাইব্রেকারের অপেক্ষায় ছিল। কিন্তু নিজেদের অর্ধে বল ক্লিয়ার করতে গিয়ে মদ্রিচ পাস বাড়ালেন ব্রাহিম দিয়াজের দিকে। বলের দিকে এগুতে গিয়ে হোঁচট খেলেন এই মরোক্কান। ব্যাস! এই সময়টুকুই দরকার ছিল কুন্দের। আকস্মিকভাবেই উদয় হলো তার। ছুঁটে এসে মাটি কামড়ানো জোরাল শট নিলেন। কোর্তোয়া ডাইভ দিয়েও পেলেন না বলের নাগাল। বল জড়াল জালে। আর সেই গোলের শিরোপা নিশ্চিত হলো বার্সার।
চলতি মৌসুমে এটি বার্সার দ্বিতীয় শিরোপা। কোপা দেল রে'র আগে স্প্যানিশ সুপার কাপের ফাইনালেও রিয়ালকে হারিয়েছিল বার্সা। সব মিলিয়ে চলতি মৌসুমে রিয়ালের বিপক্ষে টানা তিন ম্যাচে জয় পেল বার্সা। এটি কোপা দেল রে'তে বার্সেলোনার ৩২তম শিরোপা। টুর্নামেন্টটিতে সর্বাধিক সংখ্যক শিরোপা জিতেছে কাতালান জায়ান্টরাই।
Comments