মেসির গোলেও জয় পেল না মায়ামি
ইউরোপের ক্লাব ফুটবল এখন মৌসুমের মাঝামাঝি থাকলেও মেজর লিগ সকার (এমএলএস) নতুন মৌসুম শুরুর অপেক্ষায়। গত মৌসুমে এমএলএসের প্লেঅফে বাদ পড়ে যাওয়ায় ইন্টার মায়ামির মৌসুম একটু আগেভাগেই শেষ হয়ে গিয়েছিল। ফলে নতুন মৌসুম শুরুর আগে বড় ছুটি পেয়েছিলেন লিওনেল মেসি-লুইস সুয়ারেজরা। তাতে মেসিভক্তরা বঞ্চিত হয়েছে ফুটবল জাদুকরের নিত্যনতুন কীর্তি দেখতে না পেরে।
অবশেষে সেই আক্ষেপ দূর হলো। দুধের স্বাদ ঘোলে মেটানোও বলা চলে অবশ্য। প্রতিযোগিতামূলক ম্যাচে না হোক, অন্তত প্রীতি ম্যাচে হলেও তো মাঠে নামলেন আর্জেন্টাইন জাদুকর। ইন্টার মায়ামির জার্সিতে নতুন বছরে প্রথমবার মাঠে নেমেই পেলেন গোলের দেখা। তাতেও অবশ্য জয় পেল না দল।
রোববার (১৯ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের অ্যালিগ্যান্ট স্টেডিয়ামে ক্লাব আমেরিকার বিপক্ষে প্রীতি ম্যাচে ২-২ গোলে ড্র করেছে ইন্টার মায়ামি। নতুন বছরে প্রথমবার খেলতে নেমেই গোলের দেখা পেয়েছেন অধিনায়ক লিওনেল মেসি।
তবে মেসি গোল পেলেও হারের পথেই ছিল ইন্টার মায়ামি। একদম শেষ মুহূর্তে গোল করে মায়ামির হার ঠেকান টমাস আভিলেস।
Comments