সমর্থকরা মেসি ও আমার সঙ্গে ভালো আচরণ করেনিঃ নেইমার
একটা চ্যাম্পিয়ন্স লিগ নেই। পিএসজিকে এই হাহাকার ২২০ মিলিয়ন ইউরো খরচ করে নেইমার জুনিয়রকে কিনতে বাধ্য করে। প্রথম কয়েকটা মৌসুম দারুণ কাটান ব্রাজিলিয়ান তারকা, উঠেছিলেন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও। ট্রফিটাই যা জেতা হয়নি। চোটপ্রবণ নেইমার অধিকাংশ সময় মাঠের বাইরে থাকায় এরপর আর সেরাটা দিতে পারেননি।
বার্সেলোনা থেকে গিয়ে পিএসজিতে প্রথম দুই মৌসুমে ২০টির বেশি করে গোল করেন এমবাপ্পে। কিন্তু এরপর সেটা পড়তির দিকে চলে যায়। পরের ৪ মৌসুমের প্রত্যেকটিতেই গোল ২০টির কম করে। নেইমারও বেশির ভাগ সময় চোটে থাকতেন। ব্যাপারটিতে বিরক্ত হন পিএসজি সমর্থকরা। এক সময় বিরক্তি রূপ ধারণ করে ভয়াবহ। নেইমারের বাড়ির সামনে গিয়ে আজেবাজে কথা বলতেন অনেকে।
২০২১ সালে বার্সেলোনা ছেড়ে নেইমারের সঙ্গী হন লিওনেল মেসি। তার সঙ্গেও নেইমারের মতো ঘটনা জুটে। এগুলোকে অন্যায় ও অতিরিক্ত বাড়াবাড়ি বলে আখ্যায়িত করেছেন নেইমার। আরএমসি স্পোর্টকে তিনি বলেন, 'প্রথম বছর দারুণ কেটেছিল। ফ্রান্সের মানুষ আর সমর্থকরা দারুণভাবে গ্রহণ করে। শেষের দুই তিন বছর ওইরকম ছিল না। আমার সঙ্গে যেমন আচরণ করা হচ্ছিল সেটা ভালো ছিল না। মেসির সঙ্গেও তা-ই করা হয়।'
২০২৩ সালে তিক্ত অভিজ্ঞতা সঙ্গী করে পিএসজি ছেড়ে আল হিলালে যোগ দেন নেইমার। তবে সাবেক ক্লাবের প্রতি তার কোনো ক্ষোভ নেই। নেইমার বলেন, 'তারা আমার বাড়ির সামনে এসে আক্রমণ করতে চাইল। আমাকে হেনস্থা করা আর আঘাত করার মনোবাসনা ছিল। তারা সীমা ছাড়িয়ে যায়। আমাদের সম্পর্ক আর ভালো ছিল না। কিন্তু আমি তাদের শ্রদ্ধ করতাম। জটিল পরিস্থিতির সৃষ্টির হয়। কিন্তু পিএসজির প্রতি আমার কোনো বিরক্তি নেই। এই ক্লাবে ৬ বছর কাটিয়েছি, তাদের শ্রদ্ধা করি। কেবল ক্লাবের কিছু লোক আর কিছু সমর্থকদের প্রতি বিরক্তি।'
নেইমার যোগ করেন, 'পিএসজিতে আমার দারুণ কিছু মুহূর্ত আছে। কিছু দুঃখের ঘটনাও। দুর্ভাগ্যজনকভাবে সমর্থকদের সঙ্গে আমার সম্পর্ক দুঃখের মুহূর্তের অংশ। খেলার বিবেচনায় আমি সেখানে সেরা ফুটবলটা খেলেছি। আমি খুশি।'