শীতকালিন আগাম সবজি চাষে ব্যস্ত উল্লাপাড়ার কৃষকেরা
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছে কৃষকরা। চলতি বছরে অতি বৃষ্টি ও বন্যার কারণে ক্ষতিগ্রস্ত চাষিরা ক্ষতি পুষিয়ে নিতে আগাম সবজি চাষের দিকে ঝুঁকছেন। ফলে অল্প কিছুদিনের মধ্যে তাদের উৎপাদিত সবজি বাজারে চলে যাবে এবং শীতকালীন সবজি বিক্রি করে অধিক লাভবান হওয়ার আশা করছেন সবজিচাষীরা। চলতি বছর বন্যা ও অতি বৃষ্টির কারণে সবজি চাষে কিছুটা বিঘ্ন ঘটে। নষ্ট হয়ে যায় বীজ ও চারা। এর বিরূপ প্রভাব পড়ে উপজেলার বাজারগুলোতে। হঠাৎ বাজারে বিভিন্ন ধরনের সবজির দাম বেড়ে যায়। বর্ষা মৌসুম কেটে যাওয়ায় কৃষকরা ক্ষতি পুষিয়ে নিতে শুরু করেছেন শীতকালীন সবজি চাষ।
উপজেলার বিভিন্ন মাঠে চাষ করা সবজির মধ্যে রয়েছে শসা, ফুলকপি, মুলা,টমেটো, শিম, লাউ, পালংশাক, লালশাক, আলু সহ হরেক রকমের সবজি। কৃষকদের মধ্যে কেউ জমি তৈরি করছেন, কেউ জমিতে বীজ বা চারা রোপণ করছেন। কেউ আবার জমিতে গজিয়ে ওঠা সবজির চারা গাছের পরিচর্যা করছেন। সব মিলিয়ে কৃষকরা এখন ব্যস্ত সময় পার করছেন। ক্ষেতের পর ক্ষেত যেদিকে চোখ যায় শুধু শীতের সবজি চাষাবাদের দৃশ্য। সবজি ক্ষেত নিংড়ানো, আগাছা পরিষ্কার ও পানি দিতে ব্যস্ত কৃষক ও কৃষাণিরা।
উপজেলা কৃষি অফিস সুত্রে জানা যায় চলতি মৌসুমে এ উপজেলায় শীতকালিন সবজি আবাদের লক্ষমাত্রা ধরা হয়েছে ১ হাজার ৪৮০ হেক্টর। এর মধ্যে প্রায় ৯ শত ২৫ হেক্টর জমিতে চাষাবাদ হয়েছে। তবে ধারণা করা হচ্ছে আবহাওয়া ভালো থাকলে লক্ষমাত্রা ছাড়িয়ে যাবে।
উপজেলার কয়ড়া ইউনিয়নের সবজি চাষী সালাম হোসেন জানান, এবারে প্রথম দিকে প্রায় ২ সপ্তাহ ধরে বৃষ্টি থাকায় অনেক কৃষক সবজি চাষে ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনকি সবজি চাষে অনেক পিছিয়ে গেছে। যদি বৃষ্টি না হতো তাহলে এতোদিনে শীতকালিন সবজি বাজাওে বিক্রি করতে পারতাম। তবে বাজারে এখন শীতকালিন সবজির ভালো মুল্য পাওয়া যাচ্ছে।
মোহনপুর ইউনিয়নের কৃষক আলীম মিয়া জানান, এবারে ৩৩ শতক জমিতে আলু চাষ করছি। জমি প্রস্তুত শেষ করে বাড়ির সবাই মিলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জমিতে আলুর বীজ বোপন করছি। উপজেলা কৃষি অফিসের সহযোগীতায় এবাওে প্রথম এই জমিতে আলু চাষ করছি। তবে মাটি ভালো হওযায় আশা করা যাচ্ছে ভালো ফলন পাওয়া যাবে। এমকি কৃষি অফিস থেকে আমাদের সার্বিক সহযোগীতা করা হচ্ছে।
এবিষয়ে উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমি বলেন, শীত মৌসুমের শুরুতেই বৃষ্টিতে অনেক কৃষকের সবজির ক্ষতি হয়েছে। তবে কৃষকেরা এই ক্ষতি পুষিয়ে নিতে আগাম শীতকালিন সবজি চাষ শুরু করেছে। এছাড়াও ওই সব ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা করে কৃষি অফিস প্রনোদনার মাধ্যমে তাদেরকে সহযোগীতা করবে।