বাজেট বিষয়ে এনবিআরের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক ১৯ মে

অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট ঘোষণা করা হবে আগামী ২ জুন। এ নিয়ে চলছে শেষ পর্যায়ের প্রস্তুতি। বাজেট নিয়ে ১৯ মে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এতে অর্থ উপদেষ্টা, এনবিআর চেয়ারম্যান, অর্থ সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তারা থাকবেন। তার আগের দিন প্রধান উপদেষ্টা বৈঠক করবেন অর্থ বিভাগের সঙ্গে। এনবিআর ও অর্থ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজেটে ঘোষিত মূল রাজস্ব (আয়) সংগ্রহ ও নীতি তৈরি করে এনবিআর। আর ব্যয়ের খাত, অর্থাৎ বরাদ্দ নির্ধারণ করে অর্থ বিভাগ। নীতিগত সিদ্ধান্তগুলো নিয়েই মূলত প্রধান উপদেষ্টার সঙ্গে এনবিআরের বৈঠক হবে। এ বিষয়ে জানতে চাইলে সংস্থাটির চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেন, 'গুরুত্বপূর্ণ সব প্রস্তাব নিয়ে ওই বৈঠকে আলোচনা হবে।'
এনবিআর সূত্রে জানা গেছে, তিন নীতি বিভাগ—আয়কর, শুল্ক ও মূসক থেকে প্রস্তুত আইনের ধারা-উপধারা ও কর হ্রাস-বৃদ্ধির বিষয়ে বৈঠকে উপস্থাপন করা হবে। প্রধান উপদেষ্টার সম্মতির পরই সেগুলো চূড়ান্ত করা হবে। আর বাজেটের সারমর্ম তৈরি করা হবে ২০ মের মধ্যে।
জাতীয় সংসদের কার্যক্রম না থাকায় এবারের বাজেট অর্থ অধ্যাদেশ হিসেবে প্রকাশ করা হবে। বাজেট বক্তৃতাও সংসদের বদলে টেলিভিশনে প্রচারের কথা রয়েছে।
Comments