৫০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে সাউথইস্ট ব্যাংক

সাউথইস্ট ব্যাংকের পরিচালনা পর্ষদ সাব অর্ডিনেট বন্ড ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে। এই বন্ডের আকার ৫০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ১,০০০ কোটি টাকা (এক হাজার কোটি টাকা) করার অনুমোদন দেয়া হয়েছে। সাব-অর্ডিনেটেড বন্ডটি টায়ার-২ মূলধনের অংশ হবে এবং ব্যাংকের মোট মূলধন বৃদ্ধি করবে। সংশ্লিষ্ট নিয়ন্ত্রক কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে এটি কার্যকর করা হবে।
ব্যাংকের টায়ার-২ মূলধন বৃদ্ধির জন্য কোম্পানির পরিচালনা পর্ষদ ৭ বছরের জন্য ৫০০ কোটি টাকা (পাঁচশ কোটি টাকা) মূল্যের একটি সম্পূর্ণরূপে পরিশোধযোগ্য, অ-রূপান্তরযোগ্য, অ-জামিনদার, ভাসমান-হার ভিত্তিক সাউথইস্ট ব্যাংক সাব অর্ডিনেটেড বন্ড (ষষ্ঠ ইস্যু) ইস্যু করার অনুমোদন দিয়েছে। আগামী বছরগুলিতে ব্যাংকের মূলধনের প্রয়োজনীয়তা বিবেচনা করে ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় এই ৬ষ্ঠ সাব-অর্ডিনেট বন্ড ইস্যুর সিদ্ধান্ত নেয়া হয়। বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে এ বন্ড ইস্যুর সিদ্ধান্ত কার্যকর হবে।
সাউথ ইস্ট ব্যাংকের অনুমোদিত মূলধন ১৫০০ কোটি টাকা, পরিশোধিত মূলধন ১৩৩৭ কোটি টাকা। কোম্পানির রিজার্ভে আছে এক হাজার ৯১৭ কোটি ৪৯ লাখ টাকা। কোম্পানিটি ২০০০ সালে পুঁজিবাজারে আসে। আজ শেয়ারটির দর বেড়েছে ১০ পয়সা। কোম্পানিটি ২০২৩ সালে ৬ শতাংশ নগদ ও ৪ শতাংশ বোনাস লভ্যাংশ দেয়।, ২০২২ সালে দিয়েছিল ৬ শতাংশ নগদ ও ৪ শতাংশ বোনাস।
Comments