সপ্তাহের শেষদিনে উভয় বাজারে পতন
সপ্তাহের শেষদিনে পতন দিয়ে শেষ হয়েছে পুঁজিবাজারের লেনদেন। চলতি সপ্তাহের পাঁচ কর্মদিবসের মধ্যে তিনদিন সূচকের উত্থান হয়। দুইদিন পতন হয়। সপ্তাহের প্রথম তিন কর্মদিবসে সূচক বেড়েছে ৫৭ পয়েন্ট। শেষ দুইদিনে সূচক নেমে যায় ৩৬ পয়েন্ট। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ (বৃহস্পতিবার) সব সূচকের পতনের পাশাপাশি লেনদেন কমেছে ৫৬ কোটি ৭৫ লাখ টাকা। দর বেড়েছে ১০৫ কোম্পানির। পতনে ছিল ২০৪ কোম্পানি। অপরিবর্তিত থাকে ৮৯টির দর। লেনদেন হয় ৩৫৬ কোটি ৬৭ লাখ টাকা।
আজ লেনদেনের প্রথম দেড় ঘণ্টায় সূচক সামান্য ওঠানামার মধ্যে থাকলেও বেলা সোয়া ১১টার দিকে নেমে যায় সূচক। এরপর আর ওপরে উঠতে পারেনি। লেনদেন শেষে ডিএসইএক্স সূচক প্রায় ১১ পয়েন্ট নেতিবাচক অবস্থানে চলে যায়।
৬৮ কোটি ৫০ লাখ টাকা লেনদেন হয়ে বস্ত্রখাত খাতভিত্তিক লেনদেনের শীর্ষে উঠে আসে। প্রকৌশল খাতে লেনদেন হয় ৫৫ কোটি টাকা। ওষুধ ও রসায়ন খাতে লেনদেন হয় ৪৭ কোটি টাকা। গ্রামীণ ফোন, রবি, ওয়ালটন, বেক্সিমকো ফার্মার মতো বড় মূলধনি কোম্পানির দরপতন সূচক নেতিবাচক করতে বেশি ভূমিকা রেখেছে।
২২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়ে ওয়াইম্যাক্স ইলেকট্রোড লেনদেনের শীর্ষে উঠলেও ২ টাকা ৮০ পয়সা দরপতনে ছিল। মালেক স্পিনিংয়ের সাড়ে ১৭ কোটি টাকা লেনদেনের পাশাপাশি দর বেড়েছে ২ টাকা ৩০ পয়সা। এডিএন টেলিকমের প্রায় ১১ কোটি টাকা লেনদেন হয়। দরপতন হয় ৫ টাকা ৭০ পয়সা। এছাড়া খান ব্রাদার্স পিপি উভেন, ফার ইস্ট নিটিং, সানলাইফ ইন্স্যুরেন্স, ওরিয়ন ইনফিউশন, অগ্নি সিস্টেমস, ন্যাশনাল টিউবস, ড্রাগন সোয়েটার লেনদেনের শীর্ষ তালিকায় অবস্থান করে।
দরবৃদ্ধির শীর্ষে উঠে আসে মালেক স্পিনিং, কাশেম ইন্ডাস্ট্রিজ, প্যারামাউন্ট টেক্সটাইল, এমবি ফার্মা, এনভয় টেক্সটাইল। দরপতনে ছিল ওয়াইম্যাক্স ইলেকট্রোড, ফিনিক্স ফাইন্যান্স, এডিএন টেলিকম, ন্যাশনাল টিউবস, রানার অটো।
অপর শেয়ারবাজার চিটাগাং স্টক এক্সচেঞ্জে (সিএসই) ১৯২ কোম্পানির মধ্যে দর বেড়েছে মাত্র ৫৯টির, কমেছে ১০৪টির। অপরিবর্তিত ছিল ২৯টির দর। সিএসসিএক্স সূচক ৩৮ পয়েন্ট এবং সিএএসপিআই সূচক ৬৯ পয়েন্ট নেতিবাচক ছিল। লেনদেন হয় ৫ কোটি ৬৮ লাখ টাকা।
লেনদেনের শীর্ষে অবস্থান করে খান ব্রাদার্স পিপি, এসিআই, প্যারামাউন্ট টেক্সটাইল, ওয়াইম্যাক্স, মালেক স্পিনিং। ১০ শতাংশ বেড়ে দরবৃদ্ধির শীর্ষে উঠে আসে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স। এরপরের অবস্থানগুলোতে ছিল এনভয় টেক্সটাইল, মালেক স্পিনিং, ইফাদ অটোস, এমারেল্ড অয়েল। দরপতনের শীর্ষে ছিল আজিজ পাইপস, সিএনএ টেক্স, কাশেম ইন্ডাস্ট্রিজ, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, জিএসপি ফাইন্যান্স।
Comments