প্রথম প্রান্তিকে লোকসানে স্ট্যান্ডার্ড সিরামিক ও এইচ আর টেক্স
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং এইচ আর টেক্সটাইল মিলস লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রথম প্রান্তিকে উভয় কোম্পানি লোকসানে ছিল। বুধবার (১ জানুয়ারি) অনুষ্ঠিত কোম্পানি দুটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
এইচ আর টেক্সটাইল:
চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই'২৪-সেপ্টেম্বর'২৪) কোম্পানিটির শেয়ার প্রতি ২ টাকা ৮২ পয়সা লোকসান হয়েছে। গতবছর প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি ৯৪ পয়সা আয় হয়েছিল।
আলোচিত প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ ছিল মাইনাস ২ টাকা ৭২ পয়সা; গত বছর একই সময়ে যা ২ টাকা ৮৩ পয়সা ছিল।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৮ টাকা ৬১ পয়সা। যা ৩০ জুন ২০২৪ তারিখ পর্যন্ত ছিল ২১ টাকা ৪৩ পয়সা।
স্ট্যান্ডার্ড সিরামিক:
চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই'২৪-সেপ্টেম্বর'২৪) কোম্পানিটির শেয়ার প্রতি ৭ টাকা ১৪ পয়সা লোকসান হয়েছে। গতবছর প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি ৭ টাকা ৩৪ পয়সা লোকসান হয়েছিল।
আলোচিত প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ ছিল মাইনাস ২০ পয়সা; গত বছর একই সময়ে যা ৮ টাকা ১৬ পয়সা লোকসানে ছিল।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট দায় ছিল ৪৪ টাকা ৯৮ পয়সা।
শেয়ার প্রতি আয় লোকসানের কারণ হিসেবে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে ২৬ জানুয়ারি, ২০২৪ থেকে কোম্পানির কারখানা সাময়িকভাবে বন্ধ ছিল। এ সময় কোনো আয় না হলেও কর্মীদের পুরো বেতন ও অন্যান্য খরচ চালিয়ে নিতে হয়েছে। যার প্রভাব শেয়ার প্রতি সম্পদ মূল্যের ওপরও পড়েছে।