প্রথম প্রান্তিকে লোকসানে এসকে ট্রিমস
গার্মেন্টস আনুষাঙ্গিক প্রস্তুতকারক কোম্পানি এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজের ২০২৪-২৫ আর্থিক বছরের প্রথম প্রান্তিকে(জুলাই-সেপ্টেম্বর,২৪) লোকসান এবং রাজস্ব হ্রাস পেয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর, ২০২৪ পর্যন্ত কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) নেতিবাচক কারণ রপ্তানি আয় ব্যাপকহারে হ্রাস পেয়েছে। সেইসাথে উৎপাদন, পরিচালন এবং কোম্পানির অর্থ ব্যয় বৃদ্ধি পেয়েছে। এ কারণে কোম্পানির কর পরবর্তী নিট মুনাফা আগের বছরের তুলনায় কমেছে। টার্নওভার সংগ্রহ এবং অন্যান্য আয় হ্রাসের কারণে এই সময়ের মধ্যে কোম্পানির শেয়ার প্রতি নগদ অর্থপ্রবাহ কমেছে। এছাড়া ২৫ জুন, ২০২৪ থেকে ১৮ সেপ্টেম্বর, ২০২৪ পর্যন্ত কোম্পানির ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্থগিত করে রাখা হয়েছিল যে কারনে আগের বছরের একই সময়ের তুলনায় রপ্তানি ও আমদানি ব্যাপকহারে কমেছে।
কোম্পানিটি আর্থিক বছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে ৪.৪৬ কোটি টাকা নিট লোকসান করেছে যা গত বছরের একই সময়ের ৪.২৯ কোটি টাকা মুনাফার সম্পূর্ণ বিপরীত। প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি লোকসান ছিল ৫৩ পয়সা, গত বছরের একই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছিল ৫১ পয়সা। এছাড়া কোম্পানিটির শেয়ার প্রতি নগদ অর্থপ্রবাহ ২ পয়সা ঋণাত্মক হয়েছে। শেয়ার প্রতি সম্পদমূল্য ছিল ১৪ টাকা ৯৬ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল ১৫ টাকা ৯৫ পয়সা্
২০১৮ সালে পুঁজিবাজারে তালিকাভূক্ত এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ২০২০ সাল পর্যন্ত ভালো মানের লভ্যাংশ দিয়ে এ ক্যাটাগরিতে অবস্থান করেছিল। ২০২৪ সালে ১ দশমিক ৭৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়ে বি ক্যাটাগরিতে অবস্থান করছে।