বি ক্যাটাগরিতে নামলো তিন কোম্পানি
ভালো মানের লভ্যাংশ দিতে ব্যর্থ হওয়ায় এ ক্যাটাগরি থেকে বি ক্যাটাগরিতে নামিয়ে দেয়া হয়েছে তিন কোম্পানিকে। কোম্পানিগুলো হচ্ছে বিবিধ খাতের বেক্সিমকো, সেবা ও আবাসন খাতের সাইফ পাওয়ার ও তথ্য ও প্রযুক্তি খাতের কোম্পানি জেনেক্স ইনফোসিস লিমিটেড। বি ক্যাটাগরিতে কোম্পানিগুলোর লেনদেন আগামী ১ জানুয়ারি থেকে কার্যকর হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
বেক্সিমকো: ৩০ জুন, ২০২৪ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করায় বি ক্যাটাগরিতে নেমে গেছে। চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিক শেষে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ১টাকা ২৬ পয়সা লোকসানে আছে।
জেনেক্স ইনফোসিস: ৩০ জুন, ২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৩ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করায় বি ক্যাটাগরিতে নেমে গেছে।
সাইফ পাওয়ার: ৩০ জুন, ২০২৪ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণার কারণে বি ক্যাটাগরিতে নেমে গেছে।