আইসিবি’র ১৫ লাখ শেয়ার বিক্রি সম্পন্ন
বাংলাদেশ ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ'(আইসিবি)র একজন স্পন্সর পরিচালক বাংলাদেশ ডেভলপমেন্ট ব্যাংক পিএলসি কোম্পানিটির ১৫ লাখ শেয়ার বিক্রি সম্পন্ন করেছে। বর্তমান বাজার দরে ঢাকা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে এই বিক্রি সম্পন্ন হয়েছে। এই পরিচালক গত ২৩ ডিসেম্বর ডিএসই'তে শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছিল। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আইসিবি ১৯৭৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। কোম্পানিটি বর্তমানে 'বি' ক্যাটাগরিতে অবস্থান করছে। চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই- সেপ্টেম্বর, ২০২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় লোকসানে আছে ৮৭ পয়সা। ২০২৩ সালে কোম্পানিটি এ থেকে বি ক্যাটাগরিতে নেমেছে। ২০২৪ সালে ২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়ে বি ক্যাটাগরি ধরে রেখেছে।
আইসিবি'র মোট শেয়ারের ৬৯ দশমিক ৪৯ শতাংশ স্পন্সর পরিচালক, ২৭ শতাংশ সরকার, ১ দশমিক ৭৫ শতাংশ প্রাতিষ্ঠানিক ও ১ দশমিক ৭৬ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের হাতে।
আজ লেনদেন শেষে আইসিবি'র শেয়ারের সবশেষ দর দাড়িয়েছে ৬১ টাকা ৬০ পয়সায়। গত একবছরে শেয়ারটির সর্বোচ্চ দর ওঠে ৮৫ টাকা ৫০ পয়সায় এবং সর্বনিম্ন দর ছিল ৪৭ টাকা ৬০ পয়সা্।