ব্যবসা সম্প্রসারণে জমি কিনবে এমজেএলবিডি
বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানি এমজেএল বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদ বগুড়া জেলার শাজাহানপুর থানার বাথগাড়িতে ২০৯ ডেসিমাল জমি জন্য কেনার সিদ্ধান্ত অনুমোদন করেছে। ভবিষ্যতে কোম্পানির কারখানা সম্প্রসারণ করে শিল্প এলাকা গড়ার জন্য এই জমি কেনার সিদ্ধান্ত নেয়া হয়েছে। যার ক্রয় মূল্য ১৮ কোটি ৮১ লাখ টাকা। অগ্রণী ব্যাংকের একটি টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে এই প্লটটি কেনা হবে। কোম্পানির পক্ষ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কে এই তথ্য জানানো হয়েছে। কোম্পানির পক্ষ থেকে আরো বলা হয়েছে, কোম্পানির পুরোনো ট্যাঙ্কার ভেসেল 'এমটি ওমেরা লিগ্যাসি' কে প্রতিস্থাপনের জন্য ৪ কোটি ৫৩ লাখ টাকা মূল্যের সেকেন্ড হ্যান্ড আফ্রাম্যাক্স অয়েল ট্যাঙ্কার "এমটি নিসোস ডেলোস" কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১২ বছরের পুরোনো এই ট্যাঙ্কারের ধারণ ক্ষমতা ১ লাখ ১৫ হাজার ৬৯০ দশমিক ৬০ মেট্রিক টন।
জ্বালানি খাতের এমজেএলবিডি ২০১১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। কোম্পানিটি প্রতিবছর ভালোমানের লভ্যাংশ দিয়ে এ ক্যাটাগরি ধরে রেখেছে। এমজেএলবিডি ২০২২, ২০২৩ সালে ৫০ শতাংশ হারে নগদ এবং ২০২৪ সালে ৫২ শতাংশ নগদ লভ্যাংশ দেয় বিনিয়োগকারীদের।
চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৪৩ পয়সা। এক হাজার কোটি টাকা অনুমোদিত ও ৩১৬ কোটি ৭৫ লাখ টাকা পরিশোধিত মূলধনের কোম্পানিটির রিজার্ভে আছে এক হাজার দুই কোটি ১৪ লাখ টাকা। গত এক বছরে শেয়ারটির দর ১০৭ টাকা থেকে ৬৭ টাকা ৩০ পয়সায় ওঠানামা করে। বর্তমানে এর লেনদেন হচ্ছে ৯৫ টাকায়।