সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন বেড়েছে
সপ্তাহের প্রথমদিন আজ রোববার (২৯ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন হয়েছে। আগের কার্যদিবসের তুলনায় লেনদেন বেড়েছে ৯২ কোটি টাকা। সেইসাথে বেড়েছে বেশিরভাগ কোম্পানির দর। ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।
আজ লেনদেনের শুরু থেকেই শেয়ার কেনার প্রবণতা দেখা যায়। সেই সাথে বেলা ১১টা পর্যন্ত সূচক উর্ধ্বমুখী গতিতে ওপরে ওঠে। ১১টার পরে বিক্রির চাপ বাড়তে থাকে। এতে সূচকের গতি নিম্নমুখী হয়। বেলা পৌনে একটার দিকে শেয়ার কেনার চাপ ধীরে ধীরে বাড়তে দেখা যায়। শেষ আধাঘন্টায় আবার বিক্রির চাপ বেড়ে যায়। তবে শেষ পর্যন্ত ডিএসইএক্স সূচক ইতিবাচক থাকতে পেরেছে। ইসলামি শরীয়াহ ভিত্তিতে পরিচালিত কোম্পানিগুলোর দরপতনে ডিএসইএস সূচকের পতন হয়। ডিএস৩০ সূচক সাড়ে চার পয়েন্ট ইতিবাচক ছিল।
খাতভিত্তিক লেনদেনে সবচেয়ে বেশি লেনদেন হয় ওষুধ ও রসায়ন খাতে। এ খাতে প্রায় ৬২ কোটি টাকা লেনদেন হয়। এরপরে ছিল ব্যাংকিং খাতের অবস্থান। এ খাতে লেনদেন হয় প্রায় ৩০ কোটি টাকা। দরবৃদ্ধিতে এগিয়ে ছিল বীমা, জীবন বীমা ও জ্বালানি খাত। ছোট খাতগুলোর মধ্যে সিরামিক ও ভ্রমণ ও অবকাশ খাত দরবৃদ্ধির দিক থেকে ভালো অবস্থানে ছিল।
২০ কোটি ৫৯ লাখ টাকা লেনদেন হয়ে শীর্ষে অবস্থান করে ওষুধ রসায়ন খাতের ওরিয়ন ইনফিউশন। শেয়ারটির দর বেড়েছে ৬ টাকা ৮০ পয়সা। এরপরে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের প্রায় ১৬ কোটি টাকা লেনদেন হয়। দর বেড়েছে ৬০ পয়সা। শীর্ষ দশের অন্য কোম্পানিগুলো হচ্ছে সানলাইফ ইন্স্যুরেন্স, খান ব্রাদার্স পিপি, সিটি ব্যাংক, রূপালী লাইফ, বিএটিবিসি, রবি, বীকন ফার্মা,এশিয়াটিক ল্যাব।
১০ শতাংশ বেড়ে দরবৃদ্ধির শীর্ষে উঠে আসে লিগ্যাসি ফুট্ওয়্যার। এ তালিকায় উঠে আসে মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, আনোয়ার গ্যালভানাইজিং, আফতাব অটো, সিটি জেনারেল ইন্স্যুরেন্স। দরপতনে শীর্ষদশের তালিকার উপরে ছিল রেনউইক যজ্ঞেশ্বর, জুট স্পিনার্স, এনভয় টেক্স, রেনাটা, জাহিন টেক্স।
অপর শেয়ারবাজার চিটাগাং স্টক এক্সচেঞ্জে (সিএসই) ইতিবাচক গতিতে লেনদেন হয়েছে। ১৮৩ কোম্পানির মধ্যে দর বেড়েছে ৯২টির, কমেছে ৫৭টির, অপরিবর্তিত ছিল ৩৪টির দর। লেনদেন হয় ৪ কোটি ৮২ লাখ টাকা। সিএসসিএক্স সূচক বেড়েছে ২১ পয়েন্ট। সিএসপিআই বেড়েছে ৩৬ পয়েন্ট। সিএসআই সূচক ইতিবাচক ছিল প্রায় দুই পয়েন্ট।
লেনদেনের শীর্ষে থাকা ফাইন ফুডসের এক কোটি ৪৪ লাখ টাকা লেনদেন হয়। এরপরের অবস্থান গুলোতে ছিল বিএসসি, রবি, জিপি ইস্পাত, স্কয়ার ফার্মা।
১০ শতাংশ বেড়ে দরবৃদ্ধির শীর্ষে উঠে আসে ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ। এরপর বে লিজিংয়ের দর সোয়া ৯ শতাংশ, ওয়েস্টার্ন মেরিনের দর নয় শতাংশ হারে বেড়েছে। ওয়েস্টার্ন মেরিন পাঁচ বছর পরে জাহাজ রপ্তানি শুরু করছে । এ খবরে শেয়ারটির দর বাড়তে শুরু করেছে। মেট্রো স্পিনিং ও শাহজিবাজার পাওয়ার কোম্পানির দর ৯ শতাংশ হারে বেড়েছে। দরপতনের তালিকার শীর্ষে চলে আসে এস আলম কোল্ড রোল্ড, কাশেম ইন্ডাস্ট্রিজ, সানলাইফ ইন্স্যুরেন্স, জাহিন স্পিনিং ও হামি ইন্ডাস্ট্রিজ।