বি ক্যাটাগরিতে নামলো ইফাদ অটোস
প্রকৌশল খাতের কোম্পানি ইফাদ অটোস এ থেকে বি ক্যাটাগরিতে নেমে গেছে। এ সিদ্ধান্ত আগামিকাল সোমবার (৩০ ডিসেম্বর) থেকে কার্যকর হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ সমাপ্ত হিসাব বছরে বিনিয়োগকারীদের এক শতাংশ নগদ ও ১ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়ে 'বি' ক্যাটাগরিতে নেমে গেছে।
ইফাদ অটোস ২০১৫ সালে পুঁজিবাজারে তালিকাভূক্ত হয়। ২০২০ সাল থেকে মোটামুটি মানের লভ্যাংশ দিয়ে এ ক্যাটাগরি ধরে রেখেছিল। ২০২৩ সালে কোম্পানিটি লোকসানে পরলেও ১০ শতাংশ লভ্যাংশ দিয়ে এ ক্যাটাগরি ধরে রাখে। কিন্তু সবশেষ বছরে মাত্র দুই শতাংশ লভ্যাংশ দিয়ে ইফাদ অটোস বি ক্যাটাগরিতে নেমে যায়।
এদিকে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ইফাদ অটোসের শেয়ারের দর আজ ৩ টাকা ১০ পয়সা বেড়ে সবশেষ লেনদেন হয় ২০ টাকা ৮০ পয়সায়। চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানির ইপিএস ২১ পয়সা লোকসানে আছে।