৭৯% কোম্পানির দরপতনে বাজার নিম্নমুখী
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ ৭৯ শতাংশ কোম্পানির দরপতন হয়। এতে সব সূচকের পাশাপাশি লেনদেনে বড় ধরনের পতন হয়। অপরদিকে চিটাগাং স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই চিত্র দেখা গেছে।
ডিএসই সূত্রে জানা যায়, আজ মাত্র ৪২টি কোম্পানির দর বেড়েছে। সবগুলো খাতে অধিকাংশ কোম্পানি দরপতনে ছিল। লেনদেন হয় ৩৩৫ কোটি টাকা। আগের দিনের তুলনায় লেনদেন কমেছে ১৪১ কোটি টাকা। ৩৩৫ কোটি ১৮ লাখ শেয়ার এক লাখ ২১ হাজার ৫২৭ বার হাতবদল হয়। আজ ডিএসইর বাজার মূলধণ ছিল ৬ লাখ ৬৪ হাজার কোটি টাকা।
প্রধান সূচক ডিএসইএক্স ৪১ দশমিক ৫৪ পয়েন্ট নেমে যায়। এছাড়া ডিএসইএস সূচক ৮ দশমিক ২৭ পয়েন্ট ও ডিএস ৩০ সূচক ১৬ পয়েন্ট নিম্নমুখী ছিল। ১৪ কোটি ২৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়ে বাজারে নেতৃত্ব দেয় ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ওরিয়ন ইনফিউশন। শেয়ারটির দর বেড়েছে ১২ টাকা ১০ পয়সা। ১১ কোটি ৯২ লাখ টাকা লেনদেন হয় ড্রাগন সোয়েটারের। শেয়ারটির দর বেড়েছে ৫০ পয়সা। লেনদেনের শীর্ষে অবস্থানকারী অন্য কোম্পানিগুলো হচ্ছে অগ্নি সিস্টেম, আরডি ফুড, জেনেক্স ইনফোসিস, ব্রাক ব্যাংক, এমারেল্ড অয়েল, ওরিয়ন ফার্মা ও নিউলাইন।
৮ দশমিক ৭২ শতাংশ বেড়ে দরবৃদ্ধির শীর্ষে উঠে আসে স্টাইল ক্রাফট। এরপরের অবস্থানগুলোতে ছিল মন্নু সিরামিক, ড্রাগন সোয়েটার, ওরিয়ন ইনফিউশন, ডমিনেজ স্টিল, ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এইচ আর টেক্স, মেঘনা সিমেন্ট, রিলায়েন্স ওয়ান ও সিনোবাংলা।
৮ দশমিক ৮৮ শতাংশ কমে দরপতনের শীর্ষে ছিল নিউলাইন ক্লোথিং। এরপরের অবস্থানে ছিল প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড, গ্রামীণ ওয়ান স্কিম টু, এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড।
সিএসইতে ১৯৩ কোম্পানির মধ্যে দর বেড়েছে মাত্র ৩৯টির। দরপতনে ছিল ১২৫ কোম্পানি। অপরিবর্তিত ছিল ২৯টির দর। লেনদেন কমেছে এক কোটি ১২ লাখ টাকা। সিএসসিএক্স সূচক ৪২ পয়েন্ট, সিএসপিআই ৬৪ পয়েন্ট ও সিএসআই সূচক ২ দশমিক ৮৫ পয়েন্ট কমেছে।
সিএসইতে লেনদেনের শীর্ষে উঠে আসে জিপিএইচ ইস্পাত। এরপরের অবস্থানগুলোতে ছিল ড্রাগন সোয়েটার, রবি, আরডি ফুড, ফাইন ফুডস, ওরিয়ন ফার্মা। ১০ শতাংশ বেড়ে দরবৃদ্ধির শীর্ষে উঠে আসে পেপার ক্রোক। এরপরের অবস্থানগুলোতে ছিল মন্নু সিরামিক, কাশেম ইন্ডাস্ট্রিজ, ইউনিয়ন ইন্স্যুরেন্স ও বিডি থাই ফুড। দরপতনের শীর্ষে ছিল আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচুয়াল ফান্ড। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, আর্গন ডেনিম, নিউলাইন, আইসিবি এমপ্লয়ীজ প্রভিডেন্ট মিউচুয়াল ফান্ড, রিং শাইন টেক্সটাইল।