বোনাস লভ্যাংশ দেয়ার অনুমতি পায়নি জেমিনী সি ফুড
পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুসঙ্গিক খাতের জেমিনী সি ফুড ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য ঘোষিত ৭ দশমিক ৫০ শতাংশ বোনাস লভ্যাংশ দেওয়ার জন্য নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সি্কিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) অনুমোদন পায়নি।
সূত্রমতে, ৩০ জুন, ২০২৪ সমাপ্ত হিসাব বছরে জন্য কোম্পানিটি শেয়ার হোল্ডারদের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিলো। এর মধ্যে সাড়ে ৭ শতাংশ নগদ ও সাড়ে ৭ শতাংশ বোনাস লভ্যাংশ। কোম্পানিটির লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট আজ ৫ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছিল। কিন্তু বোনাস লভ্যাংশ দিতে বিএসইসি'র সম্মতি না পাওয়ায় শুধু নগদ লভ্যাংশের জন্য এই রেকর্ড ডেট কার্যকর হবে। সম্মতি পেলে নতুন করে বোনাস লভ্যাংশের জন্য রেকর্ড ডেট নির্ধারণ করবে কোম্পানিটি।
রেকর্ড ডেটের কারণে আজ জেমিনি সি ফুডের লেনদেন বন্ধ রয়েছে। শেয়ারটি সবশেষ লেনদেন হয়েছিল ১৭১ টাকা ৭০ পয়সা। ৪০ কোটি টাকা অনুমোদিত ও ১০ কোটি ৬৮ লাখ টাকা পরিশোধিত মূলধনের জেমিনী সি ফুড ১৯৮৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। ২০২৩ সালে কোম্পানিটি ২০ শতাংশ নগদ ৭৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল। ২০২৩ সালে কোম্পানির ইপিএস হয়েছিল ১৫ টাকা ৪৭ পয়সা। মোট শেয়ারের ৩০ দশমিক ০১ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ১১ দশমিক ৭৪ শতাংশ প্রাতিষ্ঠানিক, দশমিক ৪০ শতাংশ বিদেশি ও ৫৭ দশমিক ৮৫ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে।