সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন কমেছে উভয় বাজারে
পুঁজিবাজারে আজ সূচকের মিশ্র প্রবণতা থাকলেও লেনদেন কমেছে। আগের দুইদিন বাজার ইতিবাচক গতিতে ছিল। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ৫০০ কোটি টাকা ছাড়ালেও আজ কমেছে। প্রধান সূচক ডিএসইএক্স ও ডিএস ৩০ ইতিবাচক থাকলেও ডিএসইএস সূচক নেতিবাচক অবস্থানে চলে যায়। সকাল ১০টায় লেনদেন ইতিবাচক গতিতে শুরু হয়। বেলা ১২টা পর্যন্ত স্থিতিশীল অবস্থানে থাকার পর বেলা ১২টার পরে হঠাৎ শেয়ার কেনার চাপ বাড়লে সূচক উর্ধ্বমুখী গতিতে ধাবিত হয়। বেলা ১টা পর্যন্ত শেয়ার কেনার চাপ বাড়তে থাকে। এরপরে শেষ দেড় ঘণ্টা মুনাফা তুলে নেয়ার প্রবণতায় সূচক নেমে যেতে থাকে। শেষ পর্যন্ত ১২ পয়েন্ট ইতিবাচক থেকে লেনদেন শেষ হয়। তবে ডিএসই শরীয়াহ সূচক ২ পয়েন্ট নেতিবাচক অবস্থানে চলে যায়। ডিএস ৩০ সূচক ৬ দশমিক ৭১ পয়েন্ট উর্ধ্বমুখী ছিল। ডিএসইতে মাত্র ৩৫ শতাংশ বা ১৫০ কোম্পানির দর বেড়েছে। কমেছে ৫২ শতাংশ কোম্পানির দর। গতকাল দরবৃদ্ধিতে একক প্রাধান্য ছিল মিউচুয়াল ফান্ড খাতের। এ খাতে ৯৭ শতাংশ কোম্পানির দর বেড়েছে।
ডিএসইতে ১ লাখ ৫২ হাজার ১১৪ বারে ২১ কোটি ৮৩ লাখ ৪৩ হাজার ৫৪১টি শেয়ার লেনদেন হয়। যার বাজার মূল্য ৪৭৬ কোটি ৫১ লাখ টাকা। দরবৃদ্ধির শীর্ষ দশের তালিকায় একক প্রাধান্য ছিল মিউচুয়াল ফান্ড খাতের। যে ফান্ডগুলো শীর্ষ তালিকায় শতভাগ প্রাধান্য বিস্তার করে তারা হলো আইসিবি এএমসিএল সোনালি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ফার্স্ট জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ড, আইসিবি এএমসিএল গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড, ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড, এল আর গ্লোবাল মিউচুয়াল ফান্ড, আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচুয়াল ফান্ড, সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড, ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এসইএমএল লেকচার ইকুইটি ম্যানেজমেন্ট ফান্ড, গ্রামীণ ওয়ান: স্কিম টু। লেনদেনে প্রাধান্য ছিল এনআরবি ব্যাংক, ই জেনারেশন, স্কয়ার ফার্মা, এশিয়াটিক ল্যাব, বিএসসি, আইসিবি, ড্রাগন সোয়েটার, অগ্নি সিস্টেম, জিপি। দরপতনে ছিল সদ্য জেড ক্যাটাগরিতে নামা এমারেল্ড অয়েল, জুট স্পিনার্স, এইচ আর টেক্স, পদ্মা অয়েল, দেশবন্ধু, বিবিএস, সিএনএ টেক্স, কনফিডেন্স সিমেন্ট, হামিদ ফ্যাব্রিক্স ও মিরাকল ইন্ডাস্ট্রিজ।
অপরদিকে সিএসইতে সব সূচক ইতিবাচক হলেও লেনদেন আগের দিনের তুলনায় কমেছে। প্রধান সূচক সিএসসিএক্স ৩২ দশমিক ২১ পয়েন্ট, সিএসপিআই ৪২ দশমিক ৯২ পয়েন্ট, সিএসআই সূচক ৩ দশমিক ৩৬ পয়েন্ট, সিএস ৩০ সূচক ১১৪ পয়েন্ট এবং সিএস ৫০ সূচক ৭ দশমিক ৯১ পয়েন্ট ইতিবাচক ছিল। সিএসইতে ১০৪ কোম্পানির দর বেড়েছে, কমেছে ১১১টির, অপরিবর্তিত ছিল ২২টির দর। লেনদেন হয় ৪ কোটি ৯৭ লাখ টাকার।
লেনদেনে নেতৃত্ব দেয় রবি, ড্রাগন সোয়েটার, সোনালী লাইফ, টেকনো ড্রাগ, এডিএন টেলিকম। দরবৃদ্ধির শীর্ষ পর্যায়ে ছিল আইসিবি এমপ্লয়ীজ প্রভিডেন্ট মিউচুয়াল ফান্ড, নিটোল ইন্স্যুরেন্স, গ্রামীণ মিউচুয়াল ফান্ড ওয়ান, এশিয়ান টাইগার সন্ধানী লাইফ মিউচুয়াল ফান্ড, তাল্লু স্পিনিং।