একযুগ ধরে লভ্যাংশ না দিয়েও উচ্চমূল্যে শেয়ার লেনদেন
পাট খাতের কোম্পানি জুট স্পিনার্স এর পরিচালনা পর্ষদ ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য কোন লভ্যাংশ ঘোষণা করেনি। লভ্যাংশ ঘোষণা না করায় কোম্পানিটি জেড ক্যাটাগরিতেই থেকে যাবে। দীর্ঘ একযুগ ধরে বিনিয়োগকারীদের কোন মুনাফা দিতে না পারলেও কোম্পানিটির শেয়ার উচ্চমূল্যে কেনা-বেচা হয়।
কোম্পানির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২২ ডিসেম্বর। ৪৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হওয়ার তারিখ পরবর্তীতে জানানো হবে। কোম্পানির ৩৮, ৩৯, ৪০, ৪১, ৪২, ৪৩ এবং ৪৪তম এজিএম করার জন্য উচ্চ আদালতের অনুমতি সাপেক্ষে তারিখ নির্ধারণ করা হবে।
প্রকাশিত প্রতিবেদন অনুসারে, জুট স্পিনার্স কোম্পানির সর্বশেষ বছরে শেয়ার প্রতি আয় (শেয়ার প্রতি আয়) ৬৪ টাকা ৪৫ পয়সা লোকসানে, শেয়ার প্রতি সম্পদমূল্য ৫৮৭ টাকা ৮৭ পয়সা লোকসানে। যা আগের বছর একই সময়ে লোকসানে ছিল ৮৩ টাকা ৭৮ পয়সা এবং ৫২২ টাকা ১৯ পয়সা। এ কারণে আজ এ শেয়ার লেনদেনে কোন মূল্যসীমা নির্ধারিত থাকবে না। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জেড ক্যাটাগরির কোম্পানিটি ১৯৮৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। সবশেষ ২০১২ সালে বিনিয়োগকারীদের ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। এরপরে দীর্ঘ একযুগেও কোনো লভ্যাংশ দিতে পারেনি। মাত্র সাড়ে তিন কোটি টাকা অনুমোদিত ও এক কোটি সাত লাখ টাকা পরিশোধিত মূলধনের কোম্পানিটির শেয়ার সবশেষ লেনদেন হয়েছে ২৪৪ টাকা ১০ পয়সায়। গত এক বছরে শেয়ারটির সর্বোচ্চ মূল্য উঠেছিল ৪১৮ টাকা পর্যন্ত।
লোকসানি এবং উৎপাদনে না থাকা এই কোম্পানির শেয়ার এত উচ্চমূ্ল্যে কেনাবেচার কারণ জানা যায়নি। ক্ষুদ্র বিনিয়োগকারী যারা না বুঝে এ কোম্পানির শেয়ার উচ্চমূল্যে কেনা-বেচা করছেন তাদের সতর্ক হতে হবে। কোম্পানির মোট শেয়ারের ৩৯ দশমিক ৮২ শতাংশ পরিচালনা পর্ষদের হাতে, প্রাতিষ্ঠানিক শেয়ার ২৩ দশমিক ২০ শতাংশ ও সাধারণ জনগণের হাতে রয়েছে ৩৬ দশমিক ৯৮ শতাংশ।