শাপলা প্রতীক নিয়ে ইসির ব্যাখ্যা গ্রহণযোগ্য নয়: নাহিদ

নির্বাচনি প্রতীক 'শাপলা' তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) ব্যাখ্যাকে গ্রহণযোগ্য মনে করছেন না জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।বুধবার (৯ জুলাই) দিবাগত রাতে সাংবাদিকদের কাছে এই প্রতিক্রিয়া জানান তিনি।
নাহিদ ইসলাম বলেন, জাতীয় প্রতীকের যে বিষয়টা সেটা নিয়ে আমরা সিইসির সঙ্গে কথা বলেছি, জাতীয় প্রতীক কেবল শাপলা না, এটা একটা প্যাকেজ। এখানে ধানের শীষ রয়েছে, তারকা রয়েছে। ধানের শীষ, তারকা আরও দুটি দলের মার্কা রয়েছে। জাতীয় ফুলের ক্ষেত্রে যদি আসা হয়, তাহলে জাতীয় ফলও একটি দলের মার্কা রয়েছে। তাহলে জাতীয় ফুল হিসেবে কেন নয়? ইসি যেই ব্যাখ্যা দিয়েছে সেটি গ্রহণযোগ্য নয়।
তিনি বলেন, ইসি নিরপেক্ষ আচরণ করছে কি না এতে সন্দেহ তৈরি হচ্ছে। কারণ আমরা প্রথম থেকেই বলে আসছি, নির্বাচন কমিশন নিরপেক্ষ আচরণ করছে না। একটা দলের দিকে ঝুকে গেছে। দিনকে দিন এটি স্পষ্ট হচ্ছে। যদি এমনটা হয়, তাহলে এই নির্বাচন কমিশন গ্রহণযোগ্যতা হারাবে একটি সুষ্ঠু নির্বাচন দেওয়ার ক্ষেত্রে।
নাহিদ ইসলাম অভিযোগ করে বলেন, নির্বাচন কমিশন একটা রাজনৈতিক দলের নিবন্ধন করার ক্ষেত্রে বাধা তৈরি করছে। যখন আমরা তৃণমূলে কাজ করছি এবং সারা দেশে একটা গণ-জোয়ার এনসিপির পক্ষে তৈরি হচ্ছে, ঠিক সেই সময়টাই ইসি কোনও ব্যাখ্যা ছাড়াই একটা স্বীদ্ধান্ত দিয়ে দিচ্ছে যে, শাপলা প্রতীক নেওয়া যাবে না। আমরা ইসির কাছ থেকে আরও পরিষ্কার ব্যাখ্যা পেলে তারপর হয়তো এ বিষয়ে কথা বলবো।
Comments