আইসিই প্রত্যাহারের দাবিতে মিনিয়াপোলিসে গণবিক্ষোভ
মিনেসোটার মিনিয়াপোলিস শহর থেকে অভিবাসনবিরোধী সংস্থা আইসিই কর্মকর্তাদের সরানোর দাবিতে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছেন। তীব্র ঠান্ডা উপেক্ষা করে পরিবারসহ সাধারণ মানুষ রাস্তায় নামেন। একই দিনে যুক্তরাষ্ট্রজুড়ে শিক্ষার্থী ও শিক্ষকেরা ক্লাস বর্জন করেন।
সম্প্রতি শহরটিতে আইসিইর তিন হাজার কর্মকর্তা মোতায়েন করা হয়েছে, যা স্থানীয় পুলিশ সদস্যদের সংখ্যার চেয়েও অনেক বেশি। এদের গুলিতে দুই মার্কিন নাগরিক নিহত হওয়ার ঘটনার পর থেকেই বিক্ষোভ শুরু হয়।
বিক্ষোভকারীরা আইসিইর অভিযানকে কঠোর ভাষায় সমালোচনা করেন। স্থানীয় শিক্ষক, অধিকারকর্মী ও সাধারণ নাগরিকদের পাশাপাশি সংগীতশিল্পী ব্রুস স্প্রিংস্টিনও প্রতিবাদে সংহতি জানান।এ বিক্ষোভ মিনেসোটায় সীমাবদ্ধ ছিল না। নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, শিকাগো ও ওয়াশিংটনসহ ৪৬টি অঙ্গরাজ্যে প্রায় ২৫০টি কর্মসূচি পালিত হয়েছে। স্লোগান ছিল—আইসিইর কার্যক্রম বন্ধ ও অর্থায়ন স্থগিতের দাবি।
Comments