কাফনের কাপড় প্রস্তুত রেখেই নির্বাচনে
ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি-২ (ঝালকাঠি সদর- নলছিটি) আসনে ইসলামি আন্দোলন বাংলাদেশের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. সিরাজুল ইসলাম সিরাজী ভোটাধিকার হরণ নিয়ে কড়া মন্তব্য করেছেন। শনিবার (৩১ জানুয়ারী) সকালে নিজের ব্যক্তিগত ফেসবুক একাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, "আমার কাফনের কাপড় প্রস্তুত রেখেই নির্বাচনে নেমেছি। দাফন আমার মাদ্রাসার পাশে। আমার নেতাকর্মীরাও প্রস্তুত রেখেছেন, আবার কেউ কেউ ১০ তারিখের আগেই কাফনের কাপড় ক্রয় করে রাখবেন। দেখি ঝালকাঠি-২ আসনে কেমনে ভোটাধিকার হরণ করা হয়।"
ডা. সিরাজুল ইসলাম সিরাজীর এ বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই এটিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য সহিংসতা ও ভোটাধিকার হরণের আশঙ্কার প্রতিফলন হিসেবে দেখছেন।
ইসলামি আন্দোলন বাংলাদেশের স্থানীয় নেতাকর্মীরা জানান, ডা. সিরাজুল ইসলাম সিরাজী দীর্ঘদিন ধরে ইসলামী শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তিনি নির্বাচনী মাঠে নেমে শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানিয়ে আসছেন। তার বক্তব্যের মাধ্যমে নির্বাচনী পরিবেশ নিয়ে উদ্বেগ এবং ভোটাধিকার রক্ষায় দৃঢ় অবস্থানের বার্তাই উঠে এসেছে বলে মনে করছেন তারা।
এবিষয়ে ঝালকাঠি-২ আসনে ইসলামি আন্দোলনের মনোনীত প্রার্থী ডা. সিরাজুল ইসলাম সিরাজী বলেন, আমার জনপ্রিয়তা দেখে প্রতিপক্ষ একটি দল ভোটারদের মাঝে আমার নামে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। এলাকায় আমার পক্ষে প্রচারনা চালাতে দেওয়া হচ্ছে না বিভিন্ন সময় আমার কর্মীদের হুমকি দেওয়া হয়।
এদিকে সাধারণ ভোটারদের মধ্যে এ বক্তব্য নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ বিষয়টিকে সাহসী প্রতিবাদ হিসেবে দেখলেও, আবার কেউ নির্বাচনী পরিবেশ আরও উত্তপ্ত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন।
উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝালকাঠি-২ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা প্রচারণা জোরদার করেছেন। নির্বাচন ঘিরে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানা গেছে।
Comments